ভারতীয় পুরাণ এবং আবেগের মিশেলে তৈরি 'ত্রিবন্ধারী বার্বরিক' এবার প্রস্তুত বড় পর্দায় আসার জন্য। আগামী ২২ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে এই বহুল আলোচিত ছবি, যার ঝলক, ফার্স্ট লুক এবং গানে ইতোমধ্যেই দর্শকমনে সাড়া ফেলেছে। বিশেষ করে রাহুল সিপ্লিগুঞ্জের কণ্ঠে গাওয়া ‘ইস্কিথাদি উস্কিথাদি’ গানটি হয়ে উঠেছে ভাইরাল হিট, যার সুরে মুগ্ধ শ্রোতারা।
ছবিটির মূল চরিত্রে রয়েছেন 'বাহুবলী' খ্যাত অভিনেতা সত্যরাজ, যিনি এখানে অভিনয় করছেন পৌরাণিক চরিত্র বার্বরিকের ভূমিকায়। পরিচালনায় রয়েছেন মোহন শ্রীবৎস, প্রযোজনা করেছেন বিজয়পাল রেড্ডি আদিধালা ‘ভানারা সেলুলয়েড’ ব্যানারে।
ছবির অন্যতম আকর্ষণ উদয় ভানুর শক্তিশালী নেতিবাচক চরিত্রে অভিনয়। সঙ্গে রয়েছেন সত্যম রাজেশ, সাঁচি রাই এবং বসিষ্ঠ এন. সিমহা, যাঁরা সবাই ছবির নাটকীয়তা ও আবেগকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।
‘ত্রিবন্ধারী বার্বরিক’ কেবল একটি পৌরাণিক কাহিনি নয়, এটি দর্শকদের সামনে তুলে ধরবে বিশ্বাস, আত্মত্যাগ, এবং শক্তির এক গভীর মানবিক ছবি। পরিচালক ও প্রযোজকদের মতে, এটি একটি ভিন্নধর্মী চলচ্চিত্র যা রূপকথার আবরণে বাস্তব অনুভূতির গল্প বলবে।
ছবির মুক্তিকে ঘিরে ইতোমধ্যেই উন্মাদনা তুঙ্গে। একদিকে পুরাণভিত্তিক শক্তিশালী কনটেন্ট, অন্যদিকে নাটকীয় অভিনয় ও সুরের সমাহার—সবমিলিয়ে ‘ত্রিবন্ধারী বার্বরিক’ হতে চলেছে দর্শকদের জন্য এক অনন্য চলচ্চিত্র অভিজ্ঞতা।
এফপি/ টিএ