প্রতীক্ষিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘ওয়ার ২’ এবার প্রস্তুত বড়পর্দায় ঝড় তোলার জন্য। এনটিআর জুনিয়র ও হৃতিক রোশনকে একসঙ্গে দেখা যাবে এই ছবিতে, যা মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট। ইতোমধ্যেই ট্রেলার ঝলকে চমকে দিয়েছেন নির্মাতারা। তবে শুধু তারকাবহুল নয়, প্রযুক্তির অভিনব ব্যবহারে এবার নজির গড়তে চলেছে ‘ওয়ার ২’।
এই ছবিতে হৃতিক রোশনের মুখে তেলেগু ভাষা শোনালেও, সেটি আসলে এআই প্রযুক্তির ফল। চমকপ্রদ বিষয় হলো—তেলেগু ভাষায় নিখুঁত লিপ-সিঙ্কে হৃতিকের কণ্ঠ তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে। ট্রেলারে এই প্রযুক্তির সাফল্য দেখে পুরো ছবিতেই তা প্রয়োগ করছেন নির্মাতারা। উদ্দেশ্য, তেলেগু দর্শকদের যেন মনে না হয় তাঁরা কোনো ডাবিং শুনছেন—বরং যেন হৃতিক রোশন নিজেই তেলেগু বলছেন।
অন্যদিকে, এনটিআর জুনিয়র নিজের ডাবিং করেছেন তেলেগু ও হিন্দি—দুই ভাষাতেই। তেলেগু সংলাপ আরও পরিপূর্ণ করতে তিনি গঠন করেছেন লেখকদের একটি দল, যারা সংলাপের ভাষাগত সৌন্দর্য ঠিক রাখার জন্য কাজ করেছেন নিরলসভাবে।
এই ছবি পরিচালনা করছেন অয়ন মুখার্জি, যিনি এর আগেও ভিজ্যুয়াল ও প্রযুক্তির সংমিশ্রণে সিনেমাকে এক নতুন মাত্রা দিয়েছেন। ‘ওয়ার ২’-এর পোস্ট-প্রোডাকশনেও ব্যবহার করা হয়েছে উচ্চমানের প্রযুক্তি, যা এটিকে একটি সর্বভারতীয় ব্লকবাস্টার রূপে তুলে ধরার লক্ষ্যে তৈরি করছে।
অভিনয়, প্রযুক্তি আর গল্প—তিনের সম্মিলনে ১৪ আগস্ট যে সিনেমা হলে এক অনন্য অভিজ্ঞতা অপেক্ষা করছে, তা এখন বলিউড থেকে দক্ষিণ ভারত পর্যন্ত সবার মুখে মুখে।
এফপি/ টিএ