সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘কুলী’ কোলিউডের ইতিহাস গড়তে যাচ্ছে। ‘কুলী’ এমন একটি সিনেমা, যা মুক্তির প্রথম দিনে তিন মিলিয়ন ডলার আয় করার রেকর্ড গড়ার পথে। প্রাক বিক্রির হিসাব অনুযায়ী, শুধুমাত্র প্রথম দিনের জন্যই ছবিটির অ্যাডভান্স বুকিং থেকে এক মিলিয়ন ডলারেরও বেশি আয় হয়েছে।
আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ‘কুলী’, যেখানে রজনীকান্ত ছাড়াও রয়েছেন কিং নগরজুনা, আমির খান, উপেন্দ্র, শৌবিন সাহির এবং শ্রুতি হাসান। বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে পূজা হেগড়েকে জনপ্রিয় গান ‘মনিকায়’ তে। ছবিটির সঙ্গীত করেছেন অনিরুদ্ধ রবিশঙ্কর।
পরিচালক লোকেশ কানাগরাজের পরিচিত অ্যাকশন শৈলী এবং সুপারস্টারদের অভিনয় সমন্বয়ে ‘কুলী’ বক্স অফিসে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছে। যদিও একই সময়ে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার ২’ সিনেমার কারণে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও, বিশ্বব্যাপী উন্মাদনা ও দর্শকের আগ্রহ ‘কুলী’র সাফল্যের পথ সুগম করবে বলেই ধারণা করা হচ্ছে।
এফপি/ এস এন