বলিউড এখনও 'সাইয়ারা' ঝড়ে তোলপাড়। ছবিটি বক্স অফিসে ৫০০ কোটি রুপির বেশি আয় করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা ববি দেওল বলেছেন আহানের এই সাফল্যে তিনি খুবই খুশি এবং এই সিনেমাটি দেখে তিনি কেঁদে ফেলেছিলেন।
হিন্দুস্তান টাইমসের খবর থেকে জানা যায় সেই সাক্ষাৎকারে ববি বলেন, ‘আমি সাইয়ারা দেখলাম, খুব ভালো লাগল। আমি খুব খুশি হয়েছি কারণ আহান আমার সামনে বড় হয়েছে। ছবি দেখতে দেখতে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল, যখন ও ছোট ছিল। ও স্পাইডার-ম্যানের পোশাক পরে, পাঞ্চিং ব্যাগে ঘুষি মারত, সে শুরু থেকেই খুব উদ্যমী ছিল।’
ববি দেওল জানান, আহান পান্ডের ডেবিউ দেখে মনে হয়েছে আমার নিজের সন্তানই চলচ্চিত্র জগতে প্রথম পদক্ষেপ করেছেন। ববি বলেন, ‘সাইয়ারা মুক্তির জন্য আহান ৮ বছর অপেক্ষা করেছে।’
প্রসঙ্গত, ববি দেওলই প্রথম অভিনেতা নন যিনি 'সাইয়ারা'-এর প্রশংসা করেছেন। আলিয়া ভাট থেকে শুরু করে বিজয় ভার্মা এবং করণ জোহর, আরও অনেকেই এই ছবিতে আহান-অনীতের কাজের প্রশংসা করেছেন।
এমকে/টিএ