বাংলাদেশ ব্যাংক ঘোষিত নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়া হচ্ছে। আগামী মঙ্গলবার (১২ আগস্ট) থেকে কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এই নোটে থাকছে বাংলাদেশের ঐতিহাসিক ও প্রাকৃতিক পরিচয়ের অনন্য প্রতিচ্ছবি। নোটটির সামনের অংশে রয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি, আর পেছনের অংশে তুলে ধরা হয়েছে সুন্দরবনের দৃশ্য। মূল রঙ হিসেবে ব্যবহার করা হয়েছে নীল, সঙ্গে রয়েছে শাপলার প্রতীক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নতুন নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে, যা নকল রোধে সহায়ক হবে।
নতুন নোটে বর্তমান গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর থাকবে। তবে পুরোনো ১০০ টাকার নোটও বাজারে বৈধ হিসেবে চলবে।
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে নতুন ডিজাইনের ৫০০, ২০০, ১০০, ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমানের কারেন্সি নোটের ছবি প্রকাশ করেছে। এসব নোটে দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক বৈচিত্র্যকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
এর আগে গত জুন মাসে ১০০০, ৫০ এবং ২০ টাকার নতুন নোট প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক, যা ১ জুন থেকে সীমিত পরিসরে ব্যাংকগুলোতে সরবরাহ শুরু হয় এবং ২ জুন থেকে গ্রাহকরা বিনিময় শুরু করেন।
কেএন/এসএন