জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ কাজের সুযোগ না পেয়ে কেঁদেছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শ্যাম বেনেগাল পরিচালিত এই ছবির জন্য দু’বার অডিশন দিয়েও নির্বাচিত হননি তিনি।
সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বাঁধন জানান, “আমি দু’বার অডিশন দিয়েছি। রিজেক্ট হয়ে অনেক কেঁদেছি। শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। আমাকে যখন রিজেক্ট করা হলো, হাউমাউ করে কেঁদেছিলাম।”
বাঁধন আরও বলেন, “ট্রেলার বের হওয়ার পর আমার এক কাজিন বলল, আল্লাহ তোমার জন্য সব ভালো করেন। আমি বললাম, জানি। তখন আমার বোন বলল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন তোমাকে, এই রকম সিনেমায় অভিনয় করোনি। সেটা শুনে আমি এত কেঁদেছিলাম। পরে বুঝেছি, তারা আমাকে রিজেক্ট করে ভালোই করেছে।”
রেহানা মরিয়ম নূর খ্যাত এই অভিনেত্রী দাবি করেন, “কষ্টটা ছিল শুধু রিজেক্ট করাই নয়, বাজেভাবে অপমান করেছিল। তবে পরে সবার প্রতিক্রিয়া দেখে খুশি হয়েছি যে কাজটা করিনি।”
মুক্তির পর থেকেই ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা নিয়ে নানা সমালোচনা হয়েছে। বিশাল বাজেটের হলেও এর শৈল্পিক মান নিয়ে প্রশ্ন উঠেছে।
এই সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, আর তার স্ত্রী বেগম ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে ছিলেন নুসরাত ইমরোজ তিশা। অন্যান্য চরিত্রে ছিলেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরীসহ অনেকে।
পিএ/টিএ