পিএসজি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও গুঞ্জন রয়েছে বুধবার রাতে উয়েফা সুপার কাপের দলে জায়গা পাননি অভিজ্ঞ ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। এদিকে, ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, দোন্নারুম্মার পিএসজি ছাড়ার সম্ভাবনা এখন ‘১০০ শতাংশ’।
ইতালির উদিনেসের ব্লুনার্জি স্টেডিয়ামে সুপার কাপে টটেনহামের মুখোমুখি হবে পিএসজি। এর আগেই সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, স্কোয়াড থেকে বাদ পড়ার পর ক্লাবটির সঙ্গে দোন্নারুম্মার সম্পর্ক কার্যত শেষ।
চুক্তির মেয়াদ শেষ হতে এখনো দুই মৌসুম বাকি থাকলেও নতুন চুক্তিতে রাজি নন এই ইতালিয়ান। ফলে চলতি দলবদলের বাজারেই তার নতুন ঠিকানা হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ।
ব্রিটিশ গণমাধ্যমটির দাবি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি দোন্নারুম্মাকে নিতে আগ্রহী হলেও এখনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি। অন্যদিকে ফরাসি আরএমসি স্পোর্ট জানিয়েছে, পছন্দমতো ক্লাব না পেলে ২৬ বছর বয়সী এই গোলকিপার চুক্তির শেষ দিন পর্যন্ত পিএসজিতেই থাকতে পারেন।
গত মৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ ও লিগ আঁ জিতেছেন দোন্নারুম্মা। পারফরম্যান্সেও ছিলেন উজ্জ্বল। কিন্তু কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনার পরও দুই পক্ষের সম্পর্ক ভেঙে যায়। ইতোমধ্যে তার বিকল্পও ঠিক করে ফেলেছে পিএসজি—গত শনিবার লিঁল থেকে ২৩ বছর বয়সী লুকাস শেভালিয়ারকে পাঁচ বছরের চুক্তিতে দলে নিয়েছে তারা।
২০২১ সালে এসি মিলান ছেড়ে পিএসজিতে যোগ দেন দোন্নারুম্মা। চার মৌসুমে লিগ আঁ জয়ের হ্যাটট্রিকের পাশাপাশি ইউরোপের শীর্ষ মঞ্চেও সাফল্য এনে দিয়েছেন ক্লাবকে। সুপার কাপে তার বদলে গোলবারের নিচে দাঁড়াতে পারেন নতুন নাম্বার ওয়ান শেভালিয়ার।
এমআর/টিকে