গত কয়েক দিনে যেন অনেকখানি বদলে গেছেন পরিচালক কিরণ রাও। স্বামী আমিরের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে আজাদই এখন তার প্রতি মুহূর্তের সঙ্গী। সম্প্রতি ছেলেকে নিয়ে ভুটান ঘুরে এলেন কিরণ। এদিকে মঙ্গলবার সকালেই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় আমির খানকে।
কয়েকদিনের জন্য শহর থেকে দূরে একান্তে ছুটি কাটাতে যাচ্ছেন তারা। এরপর সামাজিক মাধ্যমে কিরণ লেখেন, ‘আমি একেবারেই লজ্জিত নই।’
বিচ্ছেদ হয়ে গেলেও প্রাক্তনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির। এমনকি কিরণের সঙ্গে কাজও করেছেন।
যখন আমির শহর ছেড়েছেন, প্রেমিকাকে নিয়ে পাড়ি দিচ্ছেন দূরে, সেই সময় নিজের চেহারা বদলে ফেললেন কিরণ। চুল কেটে আরো কিছুটা ছোট করেছেন। পাশাপাশি কিরণ জানিয়েছেন, তার ঘরের আয়নাগুলোর চেয়ে আবাসনের ইলিভেটর (লিফ্ট)-এর আয়নাগুলো অনেক বেশি ভালো। যার জন্য তিনি লজ্জিত নন।
এমন বক্তব্য পেশ করার সঙ্গে সঙ্গে নিজের একগুচ্ছ ছবি ভাগ করেছেন কিরণ। সবই সেই লিফ্টের আয়নার সামনে দাঁড়িয়ে তোলা।
বরাবরই নিজেকে ক্যামেরার সামনে লাজুক বলে দাবি করেছেন কিরণ। কিন্তু সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে গিয়ে ছবিশিকারিদের ক্যামেরার সামনে একের পর এক ছবি তুলেছেন। এ যেন এক অন্য কিরণ! অনুরাগীরা অবশ্য বেজায় খুশি কিরণের এই নতুন রূপে।
এসএন