ইনস্টাগ্রাম পোস্টে দাম্পত্য ভাঙনের আভাস দিলেন হানসিকা

অভিনেত্রী হানসিকা মোতওয়ানি এবং সোহেল খাতুরিয়ার ঘর ভাঙার গুঞ্জন নতুন নয়। তাদের সম্পর্কের নাকি তাল কেটেছে। বিচ্ছেদ নিয়ে মুখ না খুললেও জন্মদিনে হানসিকা র একটি পোস্ট গুঞ্জন আরও উসকে দিলেন।

৯ আগস্ট ৩৪-এ পা রাখলেন হানসিকা ।

বিশেষ দিনে একটি ইঙ্গিতমূলক পোস্ট করেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘জীবনে যা পেয়েছি, তার জন্য খুবই বিনীত এবং কৃতজ্ঞ। বিশেষ দিনে ভালোবাসা মুড়ে ছিলাম। বাড়তি পাওনা কেক।

ছোট ছোট সব মুহূর্তগুলোর জন্য উচ্ছ্বসিত। এই বছরটা এমন অনেক শিক্ষা দিয়েছে, যেগুলো আদৌ আমি চাইনি। নিজের মধ্যে অজানা শক্তি খুঁজে পেয়েছি। শুভেচ্ছাবার্তায় মন আর ফোন দুই-ই ভরে আছে।

ভেতর থেকে শান্তি পাচ্ছি।’

অনুরাগীরা মনে করছেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের সংগ্রামকেই ‘শিক্ষা’ বলে উল্লেখ করেছেন হানসিকা । তার এই পোস্ট যেন কৌতূহলের আগুনে ঘৃতাহুতি।

হানসিকা যে বিয়ের বেশ কয়েকটি ছবি এবং ভিডিও এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সরিয়েছেন, তা অনুরাগীদের নজরে পড়েছে। ২০২২ সালের ডিসেম্বরে জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে এক জমকালো অনুষ্ঠানে হানসিকা এবং সোহেল বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তিন দিনের সেই অনুষ্ঠান ছিল জাঁকজমকপূর্ণ। প্রাক-বিবাহ অনুষ্ঠানে ছিল মুম্বাইয়ের মাতা কি চৌকি, গ্রিসে একটি ব্যাচেলোরেট পার্টি এবং জয়পুরে একটি থিমের পার্টি। মেহেন্দি, সুফি নাইট এবং গায়ে হলুদের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।

তারপরে একটি ক্যাসিনো-থিমযুক্ত আফটার-পার্টিও হয়েছিল। তবে এত ধুমধাম করে বিয়ে করেও শান্তির নীড় পাননি তারা। ইন্ডাস্ট্রির ভেতরের গুঞ্জন, বিয়ের মাত্র দু’বছর কাটতেই হানসিকা এবং সোহেল এখন আলাদা থাকতে শুরু করেছেন। অভিনেত্রী নাকি স্বামীকে ছেড়ে নিজের মায়ের কাছে ফিরে এসেছেন। ফলে তার দাম্পত্যে চিড় ধরেছে বলে আঁচ করেন অনেকেই।

শোনা যায়, সোহেলের প্রাক্তন স্ত্রীর বন্ধু ছিলেন হানসিকা । নিন্দুকেরা বলেন, বান্ধবীর সংসার ভেঙে নিজের ঘর সাজিয়েছেন নায়িকা। তা নিয়ে তাকে কটাক্ষও কম শুনতে হয়নি।

শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু হানসিকা র। ‘শাকা লাকা বুম বুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে করুণা নামে একটি চরিত্রে অভিনয় করেন তিনি। পর্দায় সেই ছোট মেয়ের সারল্য মন জয় করে নেয় সবার। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর ঋত্বিক রোশনের সঙ্গে ‘কোই মিল গয়া’ ছবিতেও অভিনয় করেন হানসিকা । নায়কের বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তার কয়েক বছর পরেই পুরোদস্তুর নায়িকা ওঠেন তিনি। হিমেশ রেশামিয়ার সঙ্গে দেখা যায় তাকে। পাশাপাশি দক্ষিণেও কাজ করতে থাকেন চুটিয়ে।

নেটমাধ্যমে তার জনপ্রিয়তাও কিছু কম নয়। তবে বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে আপাতত কোনো মন্তব্য করেননি তিনি। তা হলে কি সত্যিই সংসারে চিড় ধরল? নাকি নেটমাধ্যমে এমন ইঙ্গিতমূলক পোস্টের নেপথ্যে রয়েছে অন্য কারণ? উত্তর দেবে সময়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
টাঙ্গাইলে জুয়ার আসর থেকে সদর উপজেলা বিএনপির সভাপতিসহ আটক ৩৪ Aug 13, 2025
img
‘তাণ্ডব’ দেখা যাবে এবার আরো এক ওটিটিতে Aug 13, 2025
img
যুক্তরাজ্যের ম্যানচেস্টার মাতাল চিরকুট Aug 13, 2025
img
রেকর্ড ভেঙে ম্যানসিটিতে আসা গ্রিলিশ ধারে খেলতে ক্লাব ছাড়লেন Aug 13, 2025
img
পুজোয় লাল পোশাকে পাশাপাশি দেব-শুভশ্রী, ভাইরাল বড়মার মন্দিরের দৃশ্য Aug 13, 2025
img
তাইওয়ানে আঘাত হানল টাইফুন পোদুল Aug 13, 2025
img
জাতিসংঘের সাধারণ অধিবেশনে মোদির যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি Aug 13, 2025
img
জীবনকে নতুনভাবে শুরু করেছেন জেরিন খান Aug 13, 2025
img
জয়পুরহাটে ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্থান্তর করল বিএসএফ Aug 13, 2025
img
সোনু নিগমের সঙ্গে পরদেসিয়াতে বলিউড মাতালেন কৃষ্ণকলি Aug 13, 2025
img
টেলিফোনে কিমকে ধন্যবাদ জানালেন পুতিন Aug 13, 2025
img
জায়েদ খানের হাফ প্যান্ট ও গেঞ্জি নিয়ে প্রশ্ন জেমসের Aug 13, 2025
img
ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরি, র‍্যাঙ্কিংয়ে বড় চমক Aug 13, 2025
img
এ বছর বিয়ে নয়, নিজেকে গুছিয়ে নিতে চাইছেন ঋতাভরী Aug 13, 2025
img
জম্মুতে ট্র্যাফিক আইন ভঙ্গ, অক্ষয় কুমারের গাড়ি আটক Aug 13, 2025
img
কারও ব্যক্তিগত বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না : অর্থ উপদেষ্টা Aug 13, 2025
img
আসন্ন ঈদে ‘প্রিন্স’ হচ্ছেন শাকিব, ‘রাক্ষস’ সিয়াম Aug 13, 2025
img
ওষুধ শিল্পে সংকট ও ঝুঁকি তৈরি হওয়ায় মির্জা ফখরুলের উদ্বেগ প্রকাশ Aug 13, 2025
img
ইলন মাস্কের এআই গ্রক ট্রাম্পকে ডেকেছে ‘কুখ্যাত অপরাধী’ Aug 13, 2025
img
প্রকৃত নেতারা কখনো দলের দুঃসময়ে পালায় না : মোস্তফা জামান Aug 13, 2025