রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলা মামলায় আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে সদর ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি ও দৌলতদিয়া ২নং ওয়ার্ড মজিদ শেখের পাড়ার কাজেম মন্ডলের ছেলে মাজেদ মন্ডল (৫৩), ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব ও ৬নং ওয়ার্ড হোসেন মন্ডল পাড়ার মোশারফ হোসেনের ছেলে মো. মমিনুল ইসলাম (৩৫), দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব তোরাপ আলী মোল্লার ছেলে নুরুল ইসলাম মোল্লা (৫৭), ছোট ভাকলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম (৫১) ও রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফিজুর রহমান ওরফে মোস্তফা মেম্বার (৪৮)।

জানা গেছে, মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৃথক দুটি অভিযান চালিয়ে দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব নুরুল ইসলাম মোল্লাকে দৌলতদিয়া বাস কাউন্টারের সামনে থেকে ও ছোট ভাকলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলামকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। এছাড়া এর আগে সোমবার (১১ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে দৌলতদিয়া পতিতাপল্লীর ১নং গলির মাথা থেকে মাজেদ মন্ডলকে এবং রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে মমিনুল ইসলামকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, মঙ্গলবার ভোরে শহীদওহাবপুর ইউনিয়নের দর্পনারায়নপুর গ্রামের নিজ বাড়ি থেকে শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার মাজেদ মন্ডল, মমিনুল ইসলাম, নুরুল ইসলাম মোল্লা ও মো. সাইদুল ইসলাম ওই মামলার পলাতক আসামি ছিলেন।

রাজবাড়ী সদর থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী শহরের বড়পুল গোলচত্বরে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় আহত রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় গত বছরের ৩০ আগস্ট একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজনকে আজ আদালতে পাঠানো হয়েছে। বাকি একজনকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানকে ২ রানে হারাল ভারত Nov 07, 2025
img
বিজয় নাম্বিয়ারের নতুন থ্রিলারে পারুল গুলাটি Nov 07, 2025
‘সোলজার’ লুক প্রকাশে উত্তেজনার ঝড় | Nov 07, 2025
img
রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার Nov 07, 2025
img
অনেকেই টিভি টক শোতে ডাহা মিথ্যা কথা বলেন : প্রেসসচিব Nov 07, 2025
"ধার করা টাকায় শুরু ব্যবসা, এখন স্বাবলম্বী আলী Nov 07, 2025
img
মুসলিম দেশ কাজাখস্তানের আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার কারণ Nov 07, 2025
img
মন ভালো রাখলেই শরীর ভালো থাকবে: অক্ষয় কুমার Nov 07, 2025
img
একটি দল ধর্মের নামে ব্যবসা করে দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস Nov 07, 2025
img
একটি রাজনৈতিক দল জোট বানিয়ে গণভোটের চাপ সৃষ্টি করছে : মির্জা ফখরুল Nov 07, 2025
আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় | ইসলামিক টিপস Nov 07, 2025
img
আবারও আরেক দক্ষিণি ছবির ঝড়, ৭ দিনে ৫০ কোটি পার Nov 07, 2025
আপনি কি এই বিউটি সম্পর্কে জানেন? | ইসলামিক প্রশ্নোত্তর Nov 07, 2025
img
নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল Nov 07, 2025
সপ্তাহের যে ২টি দিন গুরুত্বপূর্ণ | ইসলামিক জ্ঞান Nov 07, 2025
‘দ্য গার্লফ্রেন্ড’ প্রচারে রাশমিকার বিস্ফোরক মন্তব্য Nov 07, 2025
জাফার জ্যাকসনের অভিনয়ে পুনর্জন্ম মাইকেল জ্যাকসনের Nov 07, 2025
টিনেজ থেকে পঞ্চাশ, পরীমনির অভিনয় যাত্রা দর্শকদের মুগ্ধ করবে Nov 07, 2025
অ্যাঙ্গোলার বিপক্ষে স্কোয়াডে নতুন মুখে উচ্ছ্বসিত ভক্তরা Nov 07, 2025
কোচ-ম্যনেজারদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ Nov 07, 2025