‘চীনের দুঃখ হোয়াংহো নদী, এনসিপির দুঃখ নাসীরুদ্দীন পাটওয়ারী’

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন বলেছেন, আমরা একটি প্রবাদ বাক্য জানি—চীনের দুঃখ হোয়াংহো নদী। আর এনসিপির দুঃখ হচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী। ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না মর্মে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে এ মন্তব্য করেন তিনি।

মোমিনুল আমিন বলেন, ‘আমরা একটি প্রবাদ বাক্য জানি চীনের দুঃখ হোয়াং হো নদী। আর এনসিপির দুঃখ হচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী। পাটওয়ারী কখন কী বলে, বলার আগে কিছু খেয়ে নেয় কিনা এটা আসলে প্রশ্ন আছে। আমাদের অনেক ছোট সে। তাকে আমি একটি সুন্দর পরামর্শ দিতে চাই, ঢাকায় অনেক ভালো মানসিক হাসপাতাল আছে, জাতীয় মানসিক ইনস্টিটিউট আছে সেখানে যদি তিনি দয়া করে যান। আমার মনে হয় তাহলে আগামীতে তিনি রাজনীতিতে ভালো করতে পারবেন। কারণ আমরা তরুণ নেতৃত্বকে সামনে চাই।’

বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নির্বাচনকে বানচাল করার-প্রতিহত করার কোনো শক্তি আমরা বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। আমরা যারা জাতীয়তাবাদী শক্তি রয়েছি, আমরা বিশ্বাস করি আমরা যদি সজাগ থাকি তাহলে কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না।’

মোমিনুল আমিন আরও বলেন, ‘আমি রাজবাড়ীর-২ আসন তথা পাংশা-কালুখালী-বালিয়াকান্দিতে গত ১০ বছর ধরে কাজ করে আসছি। আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে রয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন একসাথে নির্বাচন এবং জাতীয় সরকার গঠন করার। সেই হিসেবে আমরা আশাবাদী এখানে হয়তো আমরা জোটগতভাবে নির্বাচন করতে পারব।’ 

তিনি বলেন, ‘পাংশা-কালুখালী-বালিয়াকান্দি উপজেলার স্বাস্থ্যব্যবস্থা অত্যন্ত নাজুক। আমার একটি প্রতিশ্রুতি ছিল, এখানে নির্বাচিত হলে আমি এখানে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন হাসপাতাল করতে চাই। প্রত্যেকটা উপজেলায় আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে চাই। এখানকার বেকার সমাজ যেন বিদেশে উন্নত কর্মসংস্থানের সুযোগ পায় সেজন্য আমি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট করতে চাই।’

তিনি আরও বলেন, ‘এখানকার মৎস্যজীবী ও কৃষিজীবী যারা আছেন তারা মধ্যস্বত্বভোগীদের পাল্লায় পড়ে পণ্যের ন্যায্য মূল্যটা পান না। আমি মার্কেট ওরিয়েন্টেড একটি লিঙ্কেজ করতে চাই বাংলাদেশের অর্থনীতির মেইনস্ট্রিম সাপ্লাই চেইনের সাথে। এখানকার এগ্রিকালচার ও এগ্রো বেইজ যে ইকোনমিক সেইটার কানেক্টিভিটিটা আমি তৈরি করতে চাই। যাতে অর্থনীতির মূলধারায় রাজবাড়ী-২ আসন অন্তর্ভুক্ত হতে পারে। বিগত সময় রাজবাড়ী-২ আসনের কোন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে তরুণদের কথা বলেননি। আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ রাজবাড়ী-২ আসনের ভয়েজ সারা বাংলাদেশের মানুষরা শুনবে। এখানকার তরুণ সমাজ যেটা চায় সেটাই আমি সংসদে বলবো এবং বাংলাদেশের মানুষকে জানাবো রাজবাড়ী-২ একটি মডেল আসন। এছাড়া একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবেও আমি রাজবাড়ী-২ আসনকে গড়তে চাই।’

এর আগে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন গাড়িবহর নিয়ে ঢাকা থেকে রাজবাড়ীর নতুন বাজার পৌঁছালে সেখানে দলীয় নেতারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এসময় এনডিএম এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ইউটি/এসএন


Share this news on:

সর্বশেষ

img
রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন, মতামত জানতে ৭ অ্যামিকাস কিউরি নিয়োগ Aug 14, 2025
img
গ্লোবাল প্লাস্টিকস চুক্তির খসড়া প্রত্যাখ্যান করল বাংলাদেশ Aug 14, 2025
img
‘পরম সুন্দরী’ ট্রেলারে রঙ আর সুরের মেলবন্ধনে মুগ্ধ দর্শকরা Aug 14, 2025
img
প্রথমবারের মত ফুটবলের মাঠে নামল এআই-চালিত মানবাকৃতির রোবট দল Aug 14, 2025
img
একজন উপদেষ্টাকে রাত ৪টায় বের হতে হয় চাঁদাবাজিতে : মঞ্জুরুল আলম পান্না Aug 14, 2025
img
দেশের ৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা Aug 14, 2025
img
পিএসজি-টটেনহাম ম্যাচে উয়েফার নেতানিয়াহুর বিরোধী বার্তা Aug 14, 2025
img
শুভশ্রীকে পাশে নিয়ে প্রেমিকা রুক্মিণীর নামে পুজা দিলেন দেব! Aug 14, 2025
img
৩৩ বছর বয়সে সিরিজ সেরার পুরস্কার জিতলেন কিউই পেসার Aug 14, 2025
img
ফেব্রুয়ারিতে নির্বাচন না করার পায়তারা চলছে, শিগগিরই টের পাবেন— মাসুদ কামাল Aug 14, 2025
img
এজেন্সি মালিক ৩ হাজার বিড়ি নিয়ে সৌদি যান, স্বর্ণ আনার সময় ধরা খান: ধর্ম উপদেষ্টা Aug 14, 2025
img
আবারও গ্রেফতার প্রিন্স মামুন Aug 14, 2025
img
‘আন্ধার’-এ সিয়ামের নায়িকা হচ্ছেন তুষি Aug 14, 2025
img
পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে ফাঁকা গুলি, বহু হতাহত Aug 14, 2025
img
ফেসবুকে খাবারের ছবি তারাই দেয়, যারা অনেকদিন পরে ভালো খায়: কুদ্দুস বয়াতি Aug 14, 2025
img
করদাতাদের ব্যাপক সাড়া, ১০ দিনেই ই-রিটার্ন দিয়েছেন ৯৬৯৪৫ জন Aug 14, 2025
img
সাদা পাথর লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট শুনবেন হাইকোর্ট Aug 14, 2025
img
ইলন মাস্কের এক্স এআই ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন Aug 14, 2025
img
লখনউ সুপার জায়ান্টস থেকে বিদায়ের পথে জহির খান Aug 14, 2025
img
চিকিৎসার জন্য ইংল্যান্ডে তাওহীদ হৃদয় Aug 14, 2025