বিএনপি নেতা ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কারের দাবি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যকে কুরুচিপূর্ণ উল্লেখ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। বক্তব্য প্রত্যাহার না করা হলে কিশোরগঞ্জে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হবে বলেও জানান তারা। এছাড়াও তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। 

গণঅভ্যুত্থানের নায়কদের নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্য ও সারজিস আলমের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় কিশোরগঞ্জ শহরের পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলায় বিপ্লবী ছাত্রজনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেন। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান গণঅভ্যুত্থানকে অস্বীকার করে আন্দোলনকারীদের সন্ত্রাসীসহ বিভিন্ন মিথ্যা অপবাদের কালিমা লিপ্ত করছেন। আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে ফজলুর রহমানকে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় কিশোরগঞ্জে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হবে। তাই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা দাবি জানাচ্ছি- যেন অবিলম্বে ফজলুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কারসহ ব্যবস্থা নেওয়া হয়। যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ছাত্র-জনতা কোনো কর্মসূচি গ্রহণ করলে, তা থেকে উদ্ভূত পরিস্থিতির দায় বিএনপিকে বহন করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা সারজিস আলমের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা ও বানোয়াট দাবি করে ভবিষ্যতে অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে পুলিশ হত্যাসহ বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলার আশঙ্কা ব্যাক্ত করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় পুনরায় রাজপথে নামার ঘোষণা দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা বলেন, এমন দিনে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি যখন বিপ্লবের এক বছরের মাথায় এই বিপ্লবীদেরকে মৃত্যুর ভয় দেখানো হচ্ছে। যেই মুজিববাদকে আমরা উপড়ে ফেলেছি সেই মুজিববাদের সৈনিক, যে কিনা আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিচয়ে পরিচিত অ্যাডভোকেট ফজলুর রহমান। যার প্রতিটা কথায় আওয়ামী ফ্যাসিবাদের কণ্ঠ শোনা যায়। যে কিনা আমাদের ছাত্র-জনতার বিপ্লবকে স্বীকার তো করেই না বরং এই বিপ্লবকে অস্বীকার, কুরুচিপূর্ণ বক্তব্য, শহীদদের অবমাননা, আহতদের তিরস্কারসহ অভ্যুত্থানের নেতৃবৃন্দকে আওয়ামী বয়ানে ঘায়েল করতে চান। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই- এই বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ, কোনো মুজিবাবাদী শাবককে আমরা মেনে নেব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উদাত্ত আহ্বান- অতিসত্বর এই মুখোশধারী মুজিবাবাদী শাবককে তার উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করে বিএনপিকে দায়মুক্ত করুন।

বক্তারা আরও বলেন, আমরা এখনো ঘরে ফিরে যাইনি। যদি আমাদেরকে হয়রানিসহ অস্বীকার করার প্রবণতা দেখা যায়, আবার রাজপথে নেমে রক্ত দিতে প্রস্তুত আছি। ফজলুর রহমান গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যেভাবে কটাক্ষ করছেন, এতে করে বিএনপির শতাধিক শহীদ ও আহতরাও কটাক্ষের স্বীকার হচ্ছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স। এছাড়াও সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক মুখপাত্র মানস সরকার উৎস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, যুগ্ম সদস্য সচিব শামসুর রহমান, সদস্য আরিফুল ইসলাম রাফি, তামিম ইকবাল, মিয়াদ, দেলোয়ার নেওয়াজ ভূইয়াঁসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউটি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হঠাৎ আদালতের দ্বারস্থ সুনীল শেঠি Oct 11, 2025
img
রুক্মিণীকে বিয়ে প্রসঙ্গে দেবের মন্তব্য Oct 11, 2025
img
বিপিএল নিয়ে প্ল্যান নেই, টিম পেলে খেলব নয়ত খেলব না : নাসির Oct 11, 2025
img
প্রতিটি কন্যাশিশুর স্বপ্নের পাশে রাষ্ট্র থাকবে তার অংশীদার হয়ে: তারেক রহমান Oct 11, 2025
img
এক্সিট বিতর্ক কি জুলাই সনদ থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে: জিল্লুর রহমান Oct 11, 2025
img
নির্বাচনী গণসংযোগ শুরু বিএনপির Oct 11, 2025
img
উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই : আসিফ নজরুল Oct 11, 2025
img
নিজের ৬ কোটি টাকা দামের ল্যাম্বরগিনি ভেঙে ফেললেন রোহিত শর্মা Oct 11, 2025
img
ছেলের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন অপু বিশ্বাসের Oct 11, 2025
img
বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব খেলা মানায় না: সাকিব Oct 11, 2025
img
ঢাকাসহ ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস Oct 11, 2025
img
ব্রিটেনে সার্চ ইঞ্জিনে পরিবর্তনের মুখে গুগল Oct 11, 2025
img
এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত : জ্বালানি উপদেষ্টা Oct 11, 2025
img
নেইমারকে চায় মায়ামি, তবে কি আবার ফিরছে এমএসএন ত্রয়ী? Oct 11, 2025
img
দেশে নিত্য নতুন নাটক চলছে : গোলাম মাওলা রনি Oct 11, 2025
img
পর্তুগালের সিটি নির্বাচনের প্রার্থী ২ বাংলাদেশি Oct 11, 2025
img
নয়াদিল্লিতে আফগান মন্ত্রীর সংবাদ সম্মেলনে রাখা হয়নি নারী সাংবাদিক Oct 11, 2025
img

ইলিশ রক্ষা অভিযান

রাজবাড়ীতে অর্ধকোটি টাকার জাল ধ্বংস, ২৭ জনের কারাদণ্ড Oct 11, 2025
img
ত্বকের আর্দ্রতা বজায় সহায়তা করে হায়ালুরোনিক এসিড, গ্লিসারিন ও শিয়া বাটার Oct 11, 2025
img
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বিষয়ক সেমিনারে ৩ উপদেষ্টা Oct 11, 2025