ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচোকে দলে ভেড়াতে এক ধাপ এগিয়ে গেছে চেলসি। ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ২১ বছর বয়সী এই তারকা ব্লুজদের সঙ্গে ব্যক্তিগত শর্তে চুক্তিতে রাজি হয়েছেন। এখন অপেক্ষা শুধু দুই ক্লাবের মধ্যে চূড়ান্ত সমঝোতার।
গত জানুয়ারিতে নাপোলি গারনাচোর জন্য ৬০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিলেও, ইউনাইটেড তখন তাকে ছাড়েনি।
বরং মার্কাস র্যাশফোর্ড, জাডন সানচো ও এন্টনিকে ধারে পাঠিয়ে তাকে নিয়ে আক্রমণভাগ সাজিয়েছিল ম্যানইউ। তবে মৌসুমের শেষ দিকে কোচ রুবেন আমোরিমের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়, বিশেষ করে ইউরোপা লিগ ফাইনালে টটেনহামের বিপক্ষে একাদশে না থাকার কারণে।
ফাইনালের পর গারনাচো স্পষ্ট জানিয়ে দেন, তিনি নতুন চ্যালেঞ্জের সন্ধান করছেন। চেলসি দীর্ঘদিন ধরেই তার প্রতি আগ্রহী এবং বর্তমানে তারা ট্রান্সফার সম্পন্ন করার খুব কাছাকাছি।
ইউনাইটেড এই ফরোয়ার্ডের জন্য ৫০ মিলিয়ন পাউন্ড চাইছে, যদিও চেলসি ৪০ মিলিয়নের নিচে চুক্তি সম্পন্ন করার চেষ্টা করছে।
গত মৌসুমে ৫৮ ম্যাচে ১১ গোল ও ১০ অ্যাসিস্ট করেছিলেন গারনাচো। ইউরোপে দলের অন্যতম সেরা পারফর্মার হওয়া সত্ত্বেও, ফাইনালে বেঞ্চে বসে থাকতে হয় তাকে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘পুরো মৌসুমে দলকে সাহায্য করেছি, আর ফাইনালে মাত্র ২০ মিনিট খেললাম—এটা বোঝা মুশকিল।’
প্রসঙ্গত, গারনাচোর বিদায় ইউনাইটেডের জন্য আর্থিকভাবে লাভজনক হবে, কারণ তাকে বিক্রি করলে তা সরাসরি ‘পিওর প্রফিট’ হিসেবে গণ্য হবে। অন্যদিকে, চেলসি নতুন মৌসুমের জন্য স্কোয়াড শক্তিশালী করতে একের পর এক তরুণ প্রতিভা দলে ভেড়াচ্ছে।
এফপি/ এসএন