পুতিন রাজি সমঝোতায়, জেলেনস্কিকে আলোচনায় চান ট্রাম্প

তিনি যুদ্ধবিরতি সংক্রান্ত জল্পনাকে হালকাভাবে উড়িয়ে দিয়ে বলেন, হয়তো ভবিষ্যতে আরও বড় একটি বৈঠক হবে, যেখানে বেশি সংখ্যক নেতা থাকবেন।

ট্রাম্প বলেন, আমি মনে করি এটা ভালো বৈঠক হবে, কিন্তু আরও গুরুত্বপূর্ণ হবে দ্বিতীয় বৈঠক। সেখানে থাকবেন প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট জেলেনস্কি, আমি এবং হয়তো কয়েকজন ইউরোপীয় নেতা। আবার নাও থাকতে পারেন। আমি নিশ্চিত নই।

এদিকে, পুতিন আলাস্কার অ্যাঙ্কোরেজে ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি হিসেবে তার শীর্ষ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এই বৈঠক ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধের সমাপ্তির পথ নির্ধারণ করতে পারে।

টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র আমার মতে, বেশ সক্রিয় ও আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে যুদ্ধ থামাতে, সংকট নিরসন করতে এবং সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থে চুক্তি করতে।

তিনি আরও বলেন, আমাদের দুই দেশ, ইউরোপ ও সারা বিশ্বে স্থায়ী শান্তি গড়তে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পরবর্তী ধাপে কৌশলগত আক্রমণাত্মক অস্ত্র নিয়ন্ত্রণে একমত হলেই এই উদ্যোগ সফল হতে পারে।

তার মন্তব্যে ইঙ্গিত মেলে যে রাশিয়া নিরাপত্তা সংক্রান্ত বিস্তৃত আলোচনার অংশ হিসেবে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যু তুলবে। ক্রেমলিনের এক উপদেষ্টা বলেন, পুতিন ও ট্রাম্প রাশিয়া-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কের সম্ভাবনা নিয়েও আলোচনা করবেন।

নাম প্রকাশ না করে পূর্ব ইউরোপের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পুতিন ইউক্রেন ইস্যু থেকে ট্রাম্পের মনোযোগ সরাতে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বা ব্যবসা সম্পর্কিত প্রস্তাব দিতে পারেন।

তিনি বলেন, আমরা আশা করি ট্রাম্প রাশিয়ার ফাঁদে পা দেবেন না; তিনি এসব বিপজ্জনক বিষয় বোঝেন। তার মতে, রাশিয়ার মূল লক্ষ্য হলো নতুন কোনো নিষেধাজ্ঞা এড়ানো এবং বর্তমান নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

দাবার মতো সাজানো

ট্রাম্প বলেন, বৈঠকের পর সংবাদ সম্মেলন হবে, তবে সেটা যৌথ হবে কি না তিনি জানেন না। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সীমান্ত ও ভূখণ্ড বিনিময় হতে পারে।

ট্রাম্প বলেন, এই বৈঠক দাবার মতো সাজানো। এই (প্রথম) বৈঠক দ্বিতীয় বৈঠকের প্রস্তুতি হিসেবে কাজ করবে, তবে ২৫ শতাংশ শঙ্কা আছে যে প্রথম বৈঠক সফল নাও হতে পারে।

ট্রাম্প বলেন, চুক্তি করা হবে পুতিন ও জেলেনস্কির দায়িত্ব, তিনি তাদের হয়ে সমঝোতা করবেন না।

বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় পাঁচভাগের একভাগ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের আশঙ্কা, কোনো চুক্তি হলে তা এসব দখল পাকাপোক্ত করে দেবে, যা পুতিনকে ইউক্রেন দখলের ১১ বছরের প্রচেষ্টায় পুরস্কৃত করবে এবং তাকে ইউরোপে আরও আগ্রাসী হতে উসকে দেবে।

এক ইউরোপীয় কূটনীতিক বলেন, আগামী কয়েক ঘণ্টায় কী ঘটে তা দেখা ভয়ের বিষয় হবে। ট্রাম্প গতকাল ইউরোপের সঙ্গে ভালোভাবেই কথা বলেছিলেন, কিন্তু সেটা ছিল গতকাল।

২০২১ সালের পর প্রথমবারের মতো বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া।

বুধবারের আলাপচারিতা শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ট্রাম্প জানিয়েছেন ন্যাটো জোট যেন যুদ্ধোত্তর ইউক্রেনকে সুরক্ষা দেওয়ার কোনো নিরাপত্তা নিশ্চয়তার অংশ না হয়। তবে তিনি এও বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য ইচ্ছুক মিত্র দেশ যেন এই নিশ্চয়তার অংশ হয়।

এ বিষয়ে এক ইউরোপীয় কর্মকর্তা রয়টার্সকে বলেন, ফোনালাপে ট্রাম্প ইউরোপের জন্য কিছু নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যদিও সেগুলোর বিস্তারিত জানাননি।

ওই কর্মকর্তা বলেন, এটা বড় ধরনের অগ্রগতি মনে হয়েছে। তবে বাস্তবে এই নিশ্চয়তা কেমন হবে, তা পরিষ্কার নয়।

বুধবার ট্রাম্প হুমকি দেন, পুতিন যদি ইউক্রেনে শান্তিতে রাজি না হন তবে গুরুতর পরিণতি ভোগ করতে হবে, আর শুক্রবারের বৈঠক ব্যর্থ হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এফপি/ এসএন

Share this news on:

সর্বশেষ

img
ক্ষমা চাইলেন বেন স্টোকস Dec 03, 2025
img
নতুন পথে হাঁটার সাহস নিয়ে শিরিন পাল Dec 03, 2025
img
মানুষের বিশ্বাসঘাতকতার মাঝে কুকুরদের ভালোবাসাই শক্তি : দেবশ্রী রায় Dec 03, 2025
img

টিএফআই সেলে গুম

হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ Dec 03, 2025
img
চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে Dec 03, 2025
img
ধানমন্ডি ৩২ এর সাথে মুক্তিযুদ্ধের সম্পর্ক দেখি না : শফিকুল আলম Dec 03, 2025
img
২০২৪ সালে চীনে গড় আয়ু বেড়ে ৭৯ বছর Dec 03, 2025
img
রাসেলকে কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেয়ার কারণ Dec 03, 2025
img
ইউক্রেনকে সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের Dec 03, 2025
img
বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কাকে নিয়ে নিকের আবেগঘন বার্তা Dec 03, 2025
img
দেশে স্বর্ণের বাজারে পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Dec 03, 2025
img
ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র Dec 03, 2025
img
বিশেষ মেধা সম্পন্নদের উপযুক্ত শিক্ষা নিশ্চিতে গুরুত্বারোপ Dec 03, 2025
img
কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব : হাসনাত Dec 03, 2025
img
আজ ৭ কলেজ শিক্ষার্থীদের বৃহৎ বিক্ষোভ Dec 03, 2025
img
নতুন এক একশন সিনেমায় করণ জোহারের সঙ্গে তৃতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছেন কার্তিক আরিয়ান Dec 03, 2025
img
বৃহস্পতিবার বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট Dec 03, 2025
img
যত টাকাই পাই না কেন, তা কখনো যথেষ্ট নয় : মনোজ বাজপেয়ী Dec 03, 2025
img
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয় Dec 03, 2025
img
টিসিবির জন্য ২৫১ কোটি টাকায় কেনা হবে ১ কোটি ৫০ লাখ লিটার তেল Dec 03, 2025