অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকলিন বেজোস মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জ্যাকলিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে লুই বডি ডিমেনশিয়ায় ভুগছিলেন তিনি।
জ্যাকলিনের মৃত্যুর খবর জানায় বেজোস ফ্যামিলি ফাউন্ডেশন।
সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের মৃত্যু নিয়ে জেফ বেজোস লেখেন, ‘আমাদের অনেকের ভালোবাসার মধ্যে দিয়েই পৃথিবী ছেড়ে গেলেন মা।’
গত জুনে ইতালির ভেনিসে প্রেমিকা লরেন স্যাঞ্চেজকে বিয়ে করেন জেফ বেজোস। তিন দিন ধরে চলে সেই অনুষ্ঠান। তবে অসুস্থতার কারণে ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি জ্যাকলিন।
জেফ বেজোস জানান, অ্যামাজনের সাফল্যের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার মায়ের। জীবনের প্রতিটি ধাপে ঢাল হয়ে পাশে থেকেছেন তিনি। বাবা মিগুয়েলের অবদানও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন জেফ।
১৯৯৪ সালে যাত্রা শুরু হয় অ্যামাজনের। প্রথম দিকে সাফল্য আসেনি, বরং আর্থিক সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। ১৯৯৫ সালে জ্যাকলিন ও মিগুয়েল বেজোস ২ লাখ ৪৫ হাজার ৫৭৩ ডলারের একটি চেক দেন ছেলেকে। এত টাকা দেখে ভয়
পেয়েছিলেন জেফ, বলেছিলেন, পুরো টাকাটাই পানিতে পড়ে যেতে পারে। কিন্তু মা-বাবা দ্বিধা করেননি, ছেলের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পাশে দাঁড়িয়েছিলেন। মায়ের মৃত্যুদিনে সেই সব কথা ফের স্মরণ করলেন জেফ।
এফপি/ এসএন