ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য (কমেন্ট) করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।
শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সংসদীয় আসন পুনর্বিন্যাসে বিজয়নগরের তিনটি ইউনিয়নকে সরাইল ও আশুগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। বিষয়টি নিয়ে ফেসবুক কমেন্টসে একেকজন একেক ধরনের কথা লেখালেখি করছেন। এ নিয়ে উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির দুই যুবকের মধ্যে ফেসবুক কমেন্টে কথাকাটাকাটি হয়। গত দুইদিন ধরে এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
একটি পক্ষের লোকজনের ওপর হামলা হয় বলেও অভিযোগ উঠে।
এরই জের ধরে শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। প্রথমে স্থানীয় বাজারে, এরপর মাঠে ও পরে এলাকার বিভিন্ন স্থানে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইট-পাটকেলের আঘাতে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কারো আঘাতই গুরুতর নয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
হরষপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবুল কাশেম বলেন, ‘ফেসবুকে লেখা নিয়ে মারামারির কথা শুনেছি। তবে বিষয়টি স্পষ্ট হতে পারিনি।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আমরাও দুপক্ষের সঙ্গে কথা বলে তাদের শান্ত করেছি। সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে কয়েকজন আহত হয়েছে।’
এ বিষয়ে জানতে উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো পক্ষ থানায় এ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/টিকে