বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ আগস্ট সকালবেলাও শেখ হাসিনা মানবিকতাকে প্রাধান্য দেয়নি, শিশুসহ শতাধিক সাধারণ মানুষকে হত্যা করেছেন। তারপরও ক্ষমতায় থাকতে চেয়েছে।
তিনি বলেছেন, হাসিনার কাছে মানবিকতা ছিল না। যার কারণে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
যদি সুযোগ পেতেন আরো হত্যা করে ক্ষমতায় থাকতেন।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর মডেল থানা রোডের শ্যাম সুন্দর জিউর আখড়ায় আয়োজিত জন্মাষ্টমীর মহোৎসব উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোন, যারা এই সমাজে বসবাস করেন, আপনাদের ব্যবহার করে, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের নামে আপনাদের জিম্মি করে, সবসময় রাজনীতি করার চেষ্টা করেছে। এই সুযোগ বাংলাদেশের মাটিতে আপনারাও দেবেন না, আমরাও দেব না।
এ্যানি বলেন, মানবতার কল্যাণ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠা জন্মাষ্টমীর বিশেষ বার্তা। জন্মাষ্টমীর এ বার্তা নিয়েই শ্রী কৃষ্ণের আবির্ভাব। ৫ আগস্টের পর সত্যকে যদি ধারণ না করি, ন্যায়কে যদি প্রতিষ্ঠা না করি, মানবতার কল্যাণকে যদি অগ্রাধিকার না দিই, এই সমাজ ব্যবস্থা যদি ৫ আগস্টের মতো হয়, তাহলে এ সমাজে আমরা বসবাস করতে পারব না। আমরা যারা ইসলাম ধর্মের, মুসলমান, আমরাও ন্যায়-সত্য এবং মানবতাকে ঊর্ধ্বে রাখি।
যদি এই ন্যায় ধর্ম এবং মানবতাকে ঊর্ধ্বে না রাখতাম তাহলে কেউই সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারতাম না। আমরা মিলেমিশে ন্যায়কে প্রতিষ্ঠা করবো।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথের সভাপতিত্বে ও জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক মাখন লাল সাহার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি আজিজুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মন্ডল, ইসকন মন্দিরের অধ্যক্ষ সখাবেশ বলরাম গোপাল দাস ব্রহ্মচারী, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক জুটন কুরী ও জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ভানু নাগ প্রমুখ।
এমআর/টিকে