বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার বলেছেন, তারা একটা বেইজ্জতির বাংলাদেশ তৈরি করতে চায়। তারা সারা বাংলাদেশকে শুধু না, তারা সারা পৃথিবীকে দেখাতে চায় যে বাংলাদেশ একটা বেয়াদবের দেশ। সেদিন এরা ছাত্রলীগের গণরুমে লুকিয়ে থেকে ছাত্রলীগ সেজে মানুষের উপরে নির্যাতন করেছে। আজকেও তারা সেই নির্যাতনই করছে।
এরা যখন ছাত্রলীগের ভেতরে থাকে তখনও নির্যাতনকারী, এরা যখন নিজেরা দল বানায় তখনও নির্যাতনকারী।
তিনি বলেন, এটা হচ্ছে নিও ফ্যাসিজম, এটা হচ্ছে নিও ব্রুটালিজম, এইটা হচ্ছে নিও রেসিজম এবং এটা হচ্ছে নতুন ‘ভণ্ডবস্ত’। এই ভণ্ডামি বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে। এইসব দিয়ে হাঁসের মাংস খাওয়া, দুর্নীতি করা, এসব দিয়ে অস্ত্র হাতে প্লেনে ওঠা এগুলা বন্ধ করা যাবে না।
আব্দুন নূর তুষার আরো বলেন, তারা মূলত রাজনৈতিক উদ্দেশ্যেই কাজগুলি করছেন। তারা মূলত এই জন্য করছেন যে বাংলাদেশে যাতে নির্বাচন না হয়, বাংলাদেশে যাতে গণতন্ত্র না আসে, বাংলাদেশে যাতে মানুষ গণতন্ত্রের পক্ষে যারা কথা বলে, যারা নির্বাচন চায়- তাদের মুখ বন্ধ করা যায়। তারা চেষ্টা করছেন আওয়ামী লীগকে তাড়িয়েছেন, তারা বিএনপিকেও তাড়াবে।
তিনি আরো বলেন, বাংলাদেশে জন্ম নিয়েছি, এই বাংলাদেশ আমাদের। এই বাংলাদেশ কারো বাপের না। আই চ্যালেঞ্জ এভরিবডি টু ফেইস মি, ফেইস টু ফেইস, অ্যান্ড টু ডিবেট মি। আই চ্যালেঞ্জ এভরিবডি লিভিং, হু ক্যান স্পিক ইন বাংলা। বাংলায় যে কথা বলে, বাঙালির রক্ত যার গায়ে আছে, আমি চ্যালেঞ্জ করতে চাই আমাকে বিতর্কে ফেইস করেন। আমরা জেনে যাচ্ছি কারা ভণ্ড, কারা প্রতারক, কারা চোর, কারা বাটপার।