মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুর টোল প্লাজায় মোটরসাইকেল টোল নিয়ে সিকিউরিটি গার্ডকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাতে ভুক্তভোগী সিকিউরিটি গার্ড আব্দুল হাসেম (৫৫) বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় মিনহাজউদ্দিন মিনহাজ (২৮) নামে এক যুবককে আসামি করা হয়েছে, এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫-৬ জনকে।
ভুক্তভোগী আব্দুল হাসেম নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর (কদমতলী) এলাকার তালুন মাদবরের ছেলে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, মুক্তারপুর টোল প্লাজায় ডিউটিতে থাকা অবস্থায় গত রোববার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রোল প্লাজায় সিগন্যাল দেওয়ার সময় একটি নীল রঙের ডিপ্লার সুজুকি মোটরসাইকেল যোগে মিনহাজ উদ্দিন ও অজ্ঞাতনামা আরেকজন তাদের মোটরসাইকেল নিয়ে আগে যেতে চায়। এ সময় টোল প্লাজার সিকিউরিটি গার্ড আব্দুল হাসেম তাদের সিরিয়ালে থেকে নিয়মমাফিক টোল দিতে বললে তারা সিকিউরিটি গার্ডের ওপর চরম ক্ষিপ্ত হয়ে হুমকি-ধমকি দিয়ে টোল প্লাজা থেকে চলে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে মিনহাজউদ্দিন মিনহাজসহ অজ্ঞাতনামা ৫/৬ জন মুক্তারপুর টোল প্লাজায় এসে টোল প্লাজার সামনে থাকা লোহার পাইপ দিয়ে সিকিউরিটি গার্ডকে এলোপাতাড়ি মারধর করে জখম করে। টোল প্লাজায় থাকা সেতু কর্তৃপক্ষের কর্মচারীদের তারা ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। এ সময় টোল প্লাজার কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল। আহত সিকিউরিটি গার্ড আব্দুল হাসেমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম কালবেলাকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইএ/টিকে