ঘরের মাঠে মহারাজের কাছে হারল অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়ন্স ট্রফির পর এটাই ছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলেরই প্রথম ওয়ানডে ম্যাচ। ঘরের মাঠের ম্যাচ বিচারে অজিদেরকেই হচ্ছিল। কিন্তু কেয়ার্নসে তিন ব্যাটারের অর্ধশতকে প্রায় তিনশ ছোঁয়া স্কোর গড়ে প্রোটিয়ারা। পার্টটাইম স্পিনার ট্রাভিস হেডই যেভাবে উইকেট পাচ্ছিলেন তাতেই বোঝা যাচ্ছিল এই উইকেট স্পিনারদের জন্য উদার। পরে বল হাতে তা প্রমাণ করে দিয়েছেন কেশভ মহারাজ। তার ঘূর্ণিতে ঘরের মাঠে নাস্তানাবুদ হলো অজিরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) কেয়ার্নসে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।



এদিন টস জিতে প্রোটিয়াদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল মার্শ। ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করে।
ট্রাভিস হেড ৯ ওভারে ৫৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া কেশভ মহারাজের ঘূর্ণির কবলে পড়ে ৪০.৫ ওভারে মাত্র ১৯৮ রানে অলআউট যায়। মহারাজ ১০ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন।

দক্ষিণ আফ্রিকাকে এদিন দারুণ শুরু এনে দেন এইডেন মার্করাম-রায়ান রিকেলটনের ওপেনিং জুটি। ১৬.৫ ওভারে ৯২ রান যোগ করেন তারা। রিকেলটনকে আউট করে এই জুটি ভাঙেন হেড। ৪৩ বলে ৩ চারে ৩৩ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। 
ওয়ান ডাউনে নামা অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে ৩৯ রানের আরেকটা জুটি গড়েন মার্করাম। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন মার্করাম। কিন্তু দারউইশের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার আগে ৮১ বলে ৯ চারে ৮২ রান করেন মার্করাম। চারে নামা ব্রিটজকের সঙ্গে ৯২ রানের জুটি গড়ে প্রোটিয়াদের বড় সংগ্রহের ভিত গড়ে দিচ্ছিলেন বাভুমা। কিন্তু অর্ধশতক পূর্ণ করে জাম্পার বলে আউট হয়ে যান ব্রিটজকে। তার আগে ৫৬ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৭ রান করেন তিনি।

ত্রিস্তান স্ট্যাবস ও এই ম্যাচে অভিষিক্ত দেভাল্ড ব্রেভিসকে একই ওভারে ফেরান হেড। রানের খাতা খুলতে পারেননি স্ট্যাবস, ব্রেভিস ক্রিজে এসে ছক্কা মেরে পরের বলেই আউট হয়ে যান। অর্ধশতক পূর্ণ করেন অধিনায়ক বাভুমাও। কিন্তু রানের গতি বাড়াতে ব্যর্থ হয়েছেন তিনি। দারউইশের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। তার আগে ৭৪ বলে ৫ চারে করেন ৬৫ রান। সাত ও আটে নেমে উইয়ান মুল্ডার ও মহারাজ করেন যথাক্রমে ৩১ ও ১৩ রান। হেড ৪ উইকেট, দারউইশ ২টি এবং জাম্পা ১টি উইকেট শিকার করেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৭ ওভারেই ৬০ রান তুলে ফেলেছিল হেড-মার্শের ওপেনিং জুটি। কিন্তু এরপরেই ছন্দপতন। ২৪ বলে ২৭ রান করা হেডকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন সুব্রায়েন। পরের ওভারে বল হাতে নিয়ে প্রথম বলেই লাবুশেনকে এলবিডব্লিউ করে ফেরান মহারাজ।

৯ থেকে ১৬ এই আট ওভারেই অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দেন মহারাজ। দেখতে দেখতে ১ উইকেটে ৬০ রান থেকে ৮৯ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। সব কয়টি উইকেটই যায় মহারাজের ঝুলিতে। অধিনায়ক মার্শ দারউইশকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা যথেষ্ঠ ছিল না। ৭১ রানের জুটির পর দারউইশকে ফেরান বার্গার। ৫২ বলে ৩ চারে ৩৩ রান করেন তিনি। এরপর আর বেশিক্ষণ টেকেনি অজিদের ইনিংস। অষ্টম উইকেট হিসেবে বিদায় নেন ওপেনিংয়ে নামা মার্শ। তার ৯৬ বলে ১০ চারে খেলা ৮৮ রানের ইনিংসে শুধু হারের ব্যবধানই কমেছে। নাথান এলিস ১৪ ও জাম্পা ১১ রান করে আউট হন।

৪৯তম ওয়ানডেতে প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট পেলেন মহারাজ। এছাড়া লুঙ্গি এনগিডি ও বার্গার ২টি করে উইকেট শিকার করেন। বাকি উইকেটটি যায় সুব্রায়ানের ঝুলিতে।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মুম্বাইয়ের ভারী বর্ষণে অমিতাভ বচ্চনের ‘প্রতীক্ষা’ জলমগ্ন Aug 20, 2025
img
'ও আমাকে নতুনভাবে ভাবতে শেখায়', মেসি প্রসঙ্গে মরিনিয়ো Aug 20, 2025
img
ভারত ও চীনের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত Aug 20, 2025
img
শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউরের শাহাদাত বার্ষিকী পালন Aug 20, 2025
img
ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল Aug 20, 2025
img
‘তার গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল’, হাসিনা প্রসঙ্গে বাঁধন Aug 20, 2025
img
যতোই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা Aug 20, 2025
img
রণবীর কাপুরের সঙ্গে নতুন অ্যাকশন ছবিতে নাম আসছে চরণের Aug 20, 2025
img
নেতানিয়াহু ‘যুদ্ধের নায়ক’, মনে হয় আমিও তাই: ট্রাম্প Aug 20, 2025
img
কুলির খলনায়ক থেকে এবার নায়কের ভূমিকায় নাগার্জুনা Aug 20, 2025
img
'কুলা শেখরা' চরিত্রের আগমণে কান্তারা চ্যাপ্টার ওয়ানের জনপ্রিয়তা এখন তুঙ্গে Aug 20, 2025
img
ভোটার নিবন্ধন কার্যক্রম শিগগির চালু হচ্ছে জাপান ও কানাডায় Aug 20, 2025
img
চট্টগ্রাম বন্দর থেকে লাপাত্তা দুই কনটেইনার Aug 20, 2025
img
জুলাই হত্যাকাণ্ড মামলা: এসআই সাজ্জাদের জামিন স্থগিত Aug 20, 2025
img
ভিডিও ভাইরালের জেরে বাধ্যতামূলক ছুটিতে বিএফআইইউ প্রধান Aug 20, 2025
img
বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে কী থাকছেন সোহান! Aug 20, 2025
img
‘নিজেই নিজের সুগার ড্যাডি’—চাহালের পোশাক নিয়ে তীব্র সমালোচনা প্রাক্তন স্ত্রীর Aug 20, 2025
img
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একজন দুর্বল রাজনীতিবিদ, বললেন নেতানিয়াহু! Aug 20, 2025
img
জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ সারপ্রাইজ হানিয়া আমিরের Aug 20, 2025
img
বুমরাহকে জার্সি উপহার দিলেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ Aug 20, 2025