ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় দুই মুখ শ্রুতি ও আরাত্রিকা। নতুন ধারাবাহিক জোয়ার ভাঁটা-র প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল কৌতূহল। এবার স্পষ্ট হয়ে গেল, কেমন হতে চলেছে এই দুই চরিত্রের যাত্রাপথ।
প্রথম ঝলকেই নজর কেড়েছেন শ্রুতি। একেবারে ভিন্ন অবতারে হাজির হয়েছেন তিনি। এর আগে যত চরিত্রে অভিনয় করেছেন তার চেয়ে অনেকটাই আলাদা এই ভূমিকায় তাঁকে দেখা যাবে। অন্ধকার জগতের সঙ্গে জড়িয়ে থাকা ‘নিশা’-র চরিত্রে হাজির হয়ে যেন এক নতুন শ্রুতির সন্ধান দিলেন তিনি। অন্যদিকে, আরাত্রিকার চরিত্র ‘উজি’ প্রথম দর্শনে শান্ত, ধীর-স্থির এবং দায়িত্বশীল মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে নানা স্তর। পরিবার ও বোনের পাশে দাঁড়াতে সর্বদা প্রস্তুত উজি চরিত্রটিকে বেশ চ্যালেঞ্জিং বলেই মনে করছেন অনেকে।
আসানসোলের কয়লাখনিকে ঘিরে গড়ে উঠেছে ধারাবাহিকটির কাহিনি। দুই বোন নিশা ও উজি স্বপ্ন দেখে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার। তবে পথ আলাদা। নিশা চায় অসৎ উপায়ে অর্থ উপার্জন করে ধনী হতে, আর উজি চায় সৎ পথে পড়াশোনা করে চাকরি পেতে। স্বভাবে ভিন্নতা থাকলেও দুই বোনের বন্ধন অটুট। প্রোমোর ঝলকেই স্পষ্ট, এই টানাপোড়েন ও পারিবারিক গল্প ঘিরেই গড়ে উঠবে জোয়ার ভাঁটা-র মূল কাহিনি।
এবার এক নজর দেখা গেল নায়ক অভিষেক বীর শর্মাকেও। গুঞ্জন মিলেছিল আগেই, আর প্রোমোতে ব্যানার্জি বিল্ডার্সের বড় হোর্ডিংয়ে তাঁর উপস্থিতি সেই খবরকেই সত্যি করল। তবে ধারাবাহিকটি কবে থেকে টেলিভিশনে সম্প্রচারিত হবে, তা এখনও জানায়নি প্রযোজনা সংস্থা।
এমকে/এসএন