প্রকাশ্যে স্পষ্টবাদী মন্তব্যের জন্য বহুবার আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে ফের বিতর্কের জন্ম দিলেন তিনি। স্বরার দাবি, আসলে প্রত্যেক মানুষই উভকামী। কারও শুধু নারী কিংবা শুধু পুরুষকে ভালো লাগা সম্ভব নয়। মানুষকে নিজেদের মতো করে বাঁচতে দিলে দেখা যাবে, তারা দুই লিঙ্গের প্রতিই আকৃষ্ট হয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘শুধু বিপরীত লিঙ্গের প্রতিই যৌন আকর্ষণকে আদর্শ হিসেবে মান্যতা দেওয়া হয়েছে হাজার বছর ধরে। আসলে এটি মানবজাতির টিকে থাকার স্বার্থে স্বাভাবিক নিয়ম। বংশবিস্তারের জন্য বিপরীত লিঙ্গের সম্পর্ক জরুরি। কিন্তু বাস্তবে মানুষ উভয় লিঙ্গের প্রতিই আকৃষ্ট হয়।’’
এই সাক্ষাৎকারেই আরও এক চমকপ্রদ মন্তব্য করেন স্বরা। পাশে বসা স্বামী ফাহাদ আহমেদকে সামনে রেখেই তিনি জানালেন, তাঁর বেশ পছন্দ ডিম্পল যাদবকে, যিনি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী। এমন মন্তব্যের জেরে আবারও সমালোচনার মুখে পড়েন তিনি। কেউ কটাক্ষ করেছেন, আবার কেউ একেবারে তাঁকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। তবে অনেকের কাছে স্বরার বক্তব্য রসিকতা হিসেবেও ধরা পড়েছে।
এর আগেও সরব মতামত ও বিতর্কিত মন্তব্যের জন্য বলিউডে কাজের সুযোগ কমে যাওয়ার কথা জানিয়েছেন স্বরা। তবুও থেমে যাননি তিনি। বরাবরের মতো এবারও নিজের ভাবনা অকপটে প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অভিনেত্রী।
এমকে/এসএন