বলিউডের বাদশা শাহরুখ খান বরাবরই তাঁর পরিবারকে কেন্দ্র করে আলোচনার বিষয় হয়ে থাকেন। পুত্র আরিয়ান খানকেও বহুদিন ধরে ফ্যানেরা নজরে রেখেছেন। তবে ক্যামেরার সামনে নয়, পেছনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আরিয়ান। তিনি চিত্রনির্মাণ ও লেখালিখির প্রতি আগ্রহী।
এক সাক্ষাৎকারে শাহরুখ জানান, ভবিষ্যতে আর কোন কাজের সুযোগ না থাকলে তাঁর শেষ ভরসা আরিয়ান। তিনি চান পুত্র বড় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করুক। আরিয়ান ইতিমধ্যেই পরিচালিত ওয়েব সিরিজ়ের ঝলক প্রকাশ পেয়েছে, যেখানে দেখা গেছে তাঁর পরিচালনামূলক প্রতিভা। বাবার সঙ্গে তুলনা হলেও শাহরুখ মনে করেন, সময়মতো আরিয়ানই তাঁর চলচ্চিত্র জীবনকে নতুন মাত্রা দিবে।
শাহরুখ জানান, যখন বড় পরিচালকরা তাঁর সঙ্গে কাজ করতে চাওয়ার সুযোগ দেবে না, তখন তিনি নিজের পুত্রের পরিচালিত ছবিতেই অভিনয় করবেন। অন্যদিকে, কন্যা সুহানা খান অভিনয়ে মন দিয়েছেন। ‘আর্চিজ়’ ওয়েব ছবিতে তাঁর প্রথম অভিনয় দেখার পর সমালোচনার মুখেও পড়তে হয়েছে।
শাহরুখ পরিবারের প্রতি গড়ে তোলা এই পরিকল্পনা বলিউডে অনুপ্রেরণার মতো হয়ে উঠেছে, যেখানে পুত্র এবং কন্যা উভয়ই তাদের নিজস্ব পথ বেছে নিয়েছেন।
এমকে/এসএন