জুন মাসে বাগ্দান সেরেছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রিংকু সিং ও ভারতের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ।
ভারত ও কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রিংকু সিং ও ভারতের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ চলতি বছরের জুনে বাগ্দান সেরেছেন। ক্রিকেট ও রাজনীতির দুই তারকার এই সম্পর্কের সূচনা হয়েছিল একেবারে আধুনিক পথে, ইনস্টাগ্রামে।
সম্প্রতি ‘নিউজ ২৪’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিংকু নিজেই খুলে বললেন তাদের প্রেমকাহিনি। রিংকু বলেন, ‘২০২২ সালে কোভিডের সময় আমার অনুরাগীদের একটা পাতায় রিঙ্কুর বোন প্রিয়ার কিছু ছবি পোস্ট করে।
আমি সেই ছবিতে লাইক করি। প্রথম দেখাতেই ওকে ভাল লেগেছিল। ভেবেছিলাম কথা বলি। কিন্তু তার পর মনে হয়েছিল, সেটা ঠিক হবে না।
’
এর কিছু দিন পর প্রিয়া নিজে রিংকুর কয়েকটি ছবিতে লাইক করলে সাহস সঞ্চয় করেন ক্রিকেটার। রিংকু বলেন, ‘ও যখন আমার ছবিতে লাইক করল, তখন আমি মেসেজ করি। সেই থেকেই শুরু। ধীরে ধীরে নিয়মিত কথা হতে থাকে আমাদের।
২০২২ সাল থেকেই ওকে ভালোবাসি। আমি ভাগ্যবান, ওর মতো একজনকে জীবনে পেয়েছি।’
সম্পর্কের প্রথম দিকে দীর্ঘ আলাপ হলেও বর্তমানে তেমন সময় পান না তারা। সংসদ সদস্য হওয়ার পর প্রিয়া রাজনৈতিক কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। রিংকুর ভাষায়, ‘ওর সারা দিন নানা কাজ থাকে।
গ্রামে যায়, মানুষের কথা শোনে, সংসদেও যেতে হয়। তাই এখন শুধু রাতে একটু কথা হয়।’
এ বছরের জুনে লখনউতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের বাগ্দান সম্পন্ন হয়। ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। নভেম্বরেই বিয়ের দিন ধার্য ছিল। তবে ক্রিকেট ব্যস্ততার কারণে আপাতত তা পিছিয়ে দিয়েছেন রিংকু। সামনে রয়েছে এশিয়া কাপ, যেখানে ডাক পেয়েছেন তিনি। এর পরই শুরু হবে ঘরোয়া মৌসুম। তাই আপাতত বিয়ের পরিকল্পনা স্থগিত রেখেছেন এই ক্রিকেটার-সাংসদ জুটি।
এফপি/ টিকে