রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত শব্দ জুলাই সনদ : জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত শব্দ হলো জুলাই সনদ। কেউ একে বলছেন গণ-অভ্যুত্থানের আত্মত্যাগের স্বীকৃতি। কেউ বলছেন রাজনৈতিক সংস্কারের এক নতুন রূপরেখা। আর অনেকে একে দেখছেন সংবিধানের ওপর চাপিয়ে দেওয়া এক বিপজ্জনক দলিল হিসেবে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, ‘বাংলাদেশের সংবিধান ১৯৭২ সাল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সাতের দুই অনুচ্ছেদে লেখা আছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং এর সঙ্গে সাংঘর্ষিক অন্য যেকোনো আইন বাতিল বলে গণ্য হবে। এমন একটি ভিত্তি আইনকে পাশ কাটিয়ে যদি রাজনৈতিক দলগুলো একটি নতুন সনদ তৈরি করে এবং ঘোষণা দেয় যে এর বিধান আদালতে প্রশ্ন তোলা যাবে না; তাহলে সেটি কেবল অসাংবিধানিক নয় ভবিষ্যতে রাষ্ট্রকে চরম অনিশ্চয়তায় ঠেলে দেবে।

তিনি বলেন, ‘২০২৫ সালের ৫ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করে অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন। এরই ধারাবাহিকতাই এলো জুলাই সনদ— যাতে আন্দোলনের দাবি, সংস্কার ও রাজনৈতিক প্রতিশ্রুতি লিপিবদ্ধ হলো। কিন্তু এখানেই তৈরি হলো বিভ্রান্তির ফাঁদ। সনদে ৮৪টি বিষয় রাখা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার, অনুচ্ছেদ ৭০, মৌলিক অধিকার, ভাষা ও নাগরিকত্ব, সংসদীয় স্থায়ী কমিটি, নির্বাচনী এলাকা পুনঃনির্ধারণ, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ইত্যাদি। কিন্তু এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্য নেই। তবু প্রস্তাবিত সনদ বলছে যদি কোনো আইন বা সংবিধানের ধারা এর সঙ্গে সাংঘর্ষিক হয় তবে জুলাই সনদ প্রাধান্য পাবে। আরো বলা হয়েছে এই সনদের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। এর মানে দাঁড়াচ্ছে সনদ হয়ে উঠছে সংবিধানের সমান্তরাল।
এমনকি ঊর্ধ্বতন এক দলিল।’

জিল্লুর বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এরকম চেষ্টার নজির আছে। পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করেছিল আদালত। ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছিল আদালত। আবার সেই রায়ের রিভিউতেও বিতর্ক হয়েছে। আদালত প্রমাণ করেছে সংবিধানের কোনো অংশই চিরস্থায়ী নয়। প্রশ্নাতীত নয়। তাহলে একটি রাজনৈতিক সনদকে যদি প্রশ্নাতীত করা হয় সেটি কি আইনের শাসনের পরিপন্থী নয়?’

জিল্লুর আরো বলেন, ‘আজকের রাজনীতি মূলত ট্যাগ আর প্রচারণার খেলা। অথচ গণ-অভ্যুত্থানের পর সুযোগ ছিল নতুন রাজনৈতিক ভারসাম্য আনার। কিন্তু ভুল কৌশল, ক্ষমতার ভাগবাঁটোয়ারা, চাঁদাবাজির সংস্কৃতিতে সেই সুযোগ হারিয়ে গেছে। জুলাই সনদ যদি সংবিধানের ঊর্ধ্বে স্থান পায় তবে বিভাজন আরো গভীর হবে। রাজনীতি আসলে এখন দায় স্বীকার না করে দায় চাপানোর শিল্পে পরিণত হয়েছে।’

এফপি/ টিকে

Share this news on:

সর্বশেষ

ম্যাচ হারায় অনেক কষ্ট পেয়েছি, শেষের গোলটা আশা করিনি Oct 10, 2025
'মাছ চাষ করলেও তোমার কিছু মাছ খাইতে পারবা'! Oct 10, 2025
img
খাট-সোফা ছাড়াই বিয়ে সেরেছিলেন অপু বিশ্বাস! Oct 10, 2025
“গাজীপুর থেকে এসেছেন জনসংযোগে যোগ দিতে - হাদির আবেগঘন প্রতিক্রিয়া” Oct 10, 2025
img
আবারও মডেল মাহিকার প্রেমে হার্দিক Oct 10, 2025
img
পিআর নিয়ে জাতির রায় আমরা গ্রহণ করব: গোলাম পরওয়ার Oct 10, 2025
img
৩৩০ গুণ বেতন পেয়ে চাকরি ছাড়েন কর্মী, আদালত দিলো তার পক্ষেই রায় Oct 10, 2025
img

ট্রাম্পের দাবি

ইরানের সঙ্গে এবার কাজ করবে যুক্তরাষ্ট্র Oct 10, 2025
img
দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: মিয়া গোলাম পরওয়ার Oct 10, 2025
img
৪৯তম বিশেষ বিসিএস: লিখিতে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ২৬ অক্টোবর Oct 10, 2025
img
শান্তিতে নোবেল পুরষ্কার পাওয়া হল না ট্রাম্পের Oct 10, 2025
img
মানসিক রোগে আক্রান্ত দেশের ১৯%, চিকিৎসা সেবা সংকটে Oct 10, 2025
img

নারী ওয়ানডে বিশ্বকাপ

২ পরিবর্তন নিয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ Oct 10, 2025
img
স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়া উচিত: ট্রাম্প Oct 10, 2025
img
অভিশংসনে ক্ষমতা হারালেন পেরুর প্রেসিডেন্ট Oct 10, 2025
img
শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো Oct 10, 2025
img
চার দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে ইসলামী শ্রমিক আন্দোলন Oct 10, 2025
রেকর্ড দুই দলের ব্যাটারদের, ধরাশায়ী ভারত Oct 10, 2025
আরাফাত রহমান কোকোর স্মরণে কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট! Oct 10, 2025
অতীত ভুলে সামনের দিকে এগোতে চাহালের স্পষ্ট বা Oct 10, 2025