রাজধানীর উত্তরার দিয়াবাড়ি কোরবানির হাটে গরু বিক্রি করতে গিয়ে জাল নোটে প্রতারিত হয়েছিলেন নাটোরের সিংড়া উপজেলার বৃদ্ধ রইস উদ্দিন। কান্নায় ভেঙে পড়া সেই মুহূর্ত দেশবাসীর হৃদয় ছুঁয়ে দিয়েছিল। সেই সময় অসহায় রইস উদ্দিনকে দেখে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নিজের খরচে রইস উদ্দিনকে সৌদি আরবে পাঠাবেন পবিত্র ওমরাহ পালনে।
অপু তার সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। নিজের অর্থায়নে গত জুলাই মাসে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে পাঠানো হয় রইস উদ্দিনকে। ওমরাহ শেষে দেশে ফিরে তিনি কৃতজ্ঞতা জানাতে নায়িকাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান।
গত মঙ্গলবার (১৯ আগস্ট) নাটোরে রইস উদ্দিনের বাড়িতে হাজির হন অপু বিশ্বাস। সেখানে তাকে ‘বাবা’ ডেকে দীর্ঘক্ষণ আড্ডা দেন তিনি। আবেগঘন সেই মুহূর্তে রইস উদ্দিনও চিত্রনায়িকাকে নিজের ‘মেয়ে’ সম্বোধন করে সৌদি থেকে আনা বিশেষ উপহার তুলে দেন। উপহারের মধ্যে ছিল খেজুর, জমজমের পানি, জায়নামাজ ও একটি তসবিহ। উপহার দিয়ে রইস উদ্দিন বলেন, “আমি আমার মেয়ের জন্য মক্কা থেকে উপহার এনেছি।”
উপহার হাতে পেয়ে আবেগাপ্লুত অপু বিশ্বাস জানান, “ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি উনাকে ‘বাবা’ ডেকেছি, তিনি আমায় আশীর্বাদ করেছেন। যে খেজুর, জমজমের পানি, তসবিহ, জায়নামাজ উনি আমাকে দিয়েছেন, সেগুলো আমার জন্য কৃতজ্ঞতা নয়, বরং একেবারে দোয়ার সমান।”
উল্লেখ্য, গত কোরবানির ঈদে আলোচনায় আসেন রইস উদ্দিন। নাটোরের পাকুরিয়া গ্রামের এই বৃদ্ধ উত্তরার দিয়াবাড়ি হাটে নিজের পোষা গরু বিক্রি করতে গিয়েছিলেন। কিন্তু এক প্রতারক ক্রেতার কাছ থেকে পাওয়া ১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ হাজারই ছিল জাল নোট। প্রতারণার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যা নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে।
ঘটনার পর আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন প্রথমে তার পাশে দাঁড়ায়। তারা ৫০ হাজার টাকা নগদ সহায়তা দেয় এবং পরবর্তীতে আরও সাহায্য পৌঁছে দেয়। এরপরই ফাউন্ডেশনের উদ্যোগে ও অপু বিশ্বাসের আর্থিক সহযোগিতায় ওমরাহ পালনের সুযোগ পান রইস উদ্দিন। দেশে ফিরে মেয়ের মতো অপুর সঙ্গে মিলনমেলা যেন সেই মানবিকতার গল্পকেই আরও হৃদয়স্পর্শী করে তুলল।