রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে ভারত এক নম্বার ইস্যু। আপনি খেয়াল করে দেখেন, যে যে জায়গায় ভারত বাধা সৃষ্টি করেছে, বাংলাদেশের সক্ষমতা সেই জায়গাগুলোতে বেড়েছে।’
শনিবার (২৩ আগস্ট) বেসরকারি টেলিভিশনের এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এখন প্রতিটি দিন খুব গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনের সময়কাল আমরা জেনে গেছি। আমরা মাঠের পরিবেশ দেখতে পাচ্ছি। প্রশাসন এবং পুলিশের অবস্থা ভালো না এবং এই মিলিয়ে আপনি যখন নির্বাচনের দিকে যাবেন মানুষের ভেতরে এত সংশয় থাকলে, অনিশ্চয়তা থাকলে নির্বাচনের পরিবেশটি কী করে তৈরি হবে? কাজেই সরকারের দায়িত্ব, মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা যে আমরা একটি সঠিক নির্বাচনের দিকে যাচ্ছি।’
আশরাফ কায়সার বলেন, ‘দেখুন, নির্বাচন নিয়ে টালবাহানা তারা অনেক বেশি করেছেন। এটি তো তাদের কাজ ছিল না। তিনি প্রথম মাসেই বলতে পারতেন, আমি দেড় বছর পর বা দুই বছর পর নির্বাচন করব। তখন মানুষ স্কুলের রিপোর্ট কার্ডের মতো দেখতে পেত যে সরকার প্রতি মাসে কাজগুলো করছে কি না।’
তিনি বলেন, ‘এখন ডাকসু ও জাকসুতে নির্বাচন হলে তা-ও একটা নির্বাচনের পরিবেশ তৈরি হতে পারে। কিন্তু আমরা যেটি দেখছি না সেটি হচ্ছে, মবের কাছে সরকার চূড়ান্তভাবে পরাজিত হয় কি না, এটি আমার সন্দেহ। ডাকসুতে আপনি একই ঘটনা দেখেছেন, নমিনেশন পেপার দেওয়ার সময়।’
তিনি বলেন, ‘মানুষ ভোট দিতে পারেনি তার আগ্রহ আশা-আকাঙ্ক্ষা এবং যেই বৈচিত্র্য আমরা চাচ্ছি সেটি কিন্তু ঘটতে হবে এবং মানুষ যেন তার মনমতো ভোট দিতে পারে, ফলাফল যা-ই হোক। দেখুন, আমরা প্রায়ই বলে থাকি, একটি নির্বাচনের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে, অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা কিন্তু আমরা দেখতে চাই।
এখন আপনি যদি দেখেন, নিশ্চিত পরিবেশে নির্বাচন হচ্ছে, কে বিজয়ী হবেন এটি জেনে গেছেন, তাহলে কিন্তু নির্বাচনের যে বৈচিত্র্য সেটি কিন্তু থাকছে না।’
কেএন/টিকে