সিলেটের পরিবেশ রক্ষায় সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম বলেছেন, ‘সিলেটকে বদলে দিতে চাই।’
শনিবার (২৩ আগস্ট) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ বলেন, দেশের জনগণ সোচ্চার হওয়ায় পাথর লুটপাট বন্ধ করা সম্ভব হয়েছে। জনগণ চাইলে কি হতে পারে তা জুলাই আমাদের শিখিয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ূন কবির।
মেলায় ৬০টি স্টলে বৃক্ষ, ফল-ফুলসহ বিভিন্ন ধরণের প্রায় ৮০ লাখ টাকার গাছ বিক্রি হয়। পরে বৃক্ষ মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।