কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় মো. নাজমুল (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শরতনগর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। ইডিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার ভোরে ঢাকা চট্টগ্রাম-মহাসড়কের ঢাকামুখী লেনের চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া এলাকায় একটি মালবোঝাই কাভার্ডভ্যানকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা ব্যবসায়ী নাজমুল চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত করেন।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যানটি উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়। দুর্ঘটনার মহাসড়কে উভয় লেনে প্রথমে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঢাকার দিয়ে যাওয়া গাড়িগুলো লেন মেনে এক লেনে চলাচলের ব্যবস্থা করলে যানজট কিছুটা কমতে থাকে।
ওসি রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার শিকার কাভার্ডভ্যানটি মালবোঝাই ছিল। ট্রাকের ধাক্কায় সেটি সড়কে উল্টে যায়। কাভার্ডভ্যানে থাকা মালগুলো সরানো হচ্ছে। যার কারণে একটু দেরি হচ্ছে। দুর্ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। ট্রাকের চালক এবং হেলপার পালিয়ে গেছেন।
পিএ/টিকে