ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম কমাতে সরকারের নেওয়া কৌশলের সুফল মিলেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সরকারি বিপণন সংস্থা টিসিবির করপোরেট ট্রেডিং প্রোফাইলের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্য সচিব বলেন, “সরকারি অন্যান্য কার্যক্রমের তুলনায় টিসিবিতে দুর্নীতির অভিযোগ তুলনামূলকভাবে কম। বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে গেলেও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম বন্ধ বা কমানো হবে না।”
তিনি আরও জানান, ভোক্তাদের পাশাপাশি উৎপাদকদের স্বার্থ রক্ষায় টিসিবি কাজ করছে। আলু চাষিরা যেন ন্যায্যমূল্য পান, সেদিকেও প্রতিষ্ঠানের বিশেষ নজর রয়েছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএস/এসএন