ভয়াবহ আগুনে ছাই হয়ে গেল মার্শাল আইল্যান্ডের সংসদ

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মার্শাল আইল্যান্ডের জাতীয় সংসদ ভবন (নিটিজেলা) ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেছে। গভীর রাতের পরপরই সংসদ ভবনে আগুন লাগে।

মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় দমকল ও পুলিশ কর্মকর্তারা জানান, রাতভর এই অগ্নিকাণ্ডে পুরো সংসদ ভবন কার্যত অচল হয়ে গেছে। এছাড়া পুড়ে ছাই হয়ে গেছে সব নথি ও আর্কাইভ। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দ্বীপরাষ্ট্রটির দমকল বিভাগ জানায়, সংসদ ভবনের প্রায় অর্ধেক অংশ রাতভর আগুনে পুড়ে গেছে। বাকি অংশও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। একজন পুলিশ কর্মকর্তা টেলিফোনে রয়টার্সকে সংসদ ধ্বংস হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন।

মূলত আগুন নিয়ন্ত্রণে একটি ফায়ার ট্রাক ঘটনাস্থলে গেলেও পুরো ভবন তখন প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল।

রয়টার্স বলছে, প্রশান্ত মহাসাগরে হাওয়াই ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি দ্বীপপুঞ্জটির জনসংখ্যা প্রায় ৪২ হাজার। মোট জনসংখ্যার অর্ধেকের বাস রাজধানী মজুরোতে। দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘কমপ্যাক্ট অব ফ্রি অ্যাসোসিয়েশন’ চুক্তি রয়েছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র দেশটিতে সামরিক প্রবেশাধিকার পায় এবং এর বিনিময়ে অর্থনৈতিক সহায়তা দেয়।

পাশাপাশি মার্শাল আইল্যান্ড তাইওয়ানকেও কূটনৈতিক স্বীকৃতি দিয়েছে। প্রেসিডেন্ট হিল্ডা হাইনের দপ্তর থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

পৃথক প্রতিবেদনে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম রেডিও নিউজিল্যান্ড বলেছে, ভয়াবহ এই আগুনে ‘সব শেষ হয়ে গেছে’। রাতের অগ্নিকাণ্ডের ঘটনাটি বর্ণনা করে আরএনজেড প্যাসিফিকের মার্শাল দ্বীপপুঞ্জ প্রতিনিধি গিফ জনসন জানান, সোমবার গভীর রাতের পরপরই সংসদ ভবনে আগুন লাগে।

তিনি বলেন, “এখানে কার্যত কোনো দমকল ব্যবস্থা নেই। শুধু একটি বিমানবন্দর ফায়ার ইউনিট আছে। তাদের খবর দেওয়া হলেও ঘটনাস্থলে পৌঁছাতে এক ঘণ্টারও বেশি সময় লেগে যায়।”

তিনি জানান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ভবন সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়। সংসদ কক্ষ, কার্যালয়, গ্রন্থাগার এবং আর্কাইভ— সবকিছু ধ্বংস হয়ে গেছে। গিফ জনসন জানান, “সব রেকর্ড উধাও হয়ে গেছে। যদিও কংক্রিট কাঠামোর কিছু অংশ দাঁড়িয়ে আছে, এখনো ধোঁয়া বের হচ্ছে। ফায়ারফাইটাররা আগুন নেভাতে চেষ্টা চালাচ্ছেন।”

অগ্নিকাণ্ডের সময় সংসদের অধিবেশন চলছিল। তবে গভীর রাতে আগুন লাগায় কেউ হতাহত হয়নি। ইতোমধ্যেই বিকল্প ভবনে সংসদ অধিবেশন চালানোর পরিকল্পনা শুরু হয়েছে।

জনসন আরও বলেন, দেশটিতে অগ্নিনির্বাপণ ও পরিদর্শন প্রক্রিয়ার তেমন কোনো সক্ষমতা নেই। ফলে আগুনের কারণ নির্ধারণ করা কঠিন হবে।

তিনি সতর্ক করেন, সংসদ ভবনের সব নথি ও ডিজিটাল আর্কাইভ নষ্ট হয়ে যাওয়ায় অনেক তথ্যের আর কোনো ব্যাকআপ নেই। ক্ষতির পূর্ণ চিত্র বুঝতে এবং প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।

এফপি/ টিএ

Share this news on:

সর্বশেষ

img
হিরো আলমকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন ম্যাক্স অভি Dec 05, 2025
img
বচ্চন পরিবারকে বয়কটের ডাক পাপারাজ্জিদের Dec 05, 2025
img
ভেন্যু জটিলতায় কাবিশের কনসার্ট স্থগিত আজ Dec 05, 2025
img

জিল্লুর রহমান

সবাই তাকিয়ে আছে একটি দিকে, খালেদা জিয়া কেমন আছেন? Dec 05, 2025
img
বাণিজ্যিক আদালত অধ্যাদেশ-২০২৫ এর নীতিগত অনুমোদন উপদেষ্টা পরিষদের Dec 05, 2025
img
কনার হাতে মেহেদি-আংটি, নতুন ছবি ঘিরে বিয়ের গুঞ্জন Dec 05, 2025
img
ফের মেসির মুখোমুখি মুলার Dec 05, 2025
img
তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা Dec 05, 2025
img
আরও ৩০ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র Dec 05, 2025
img
লেস্টার স্কয়ারে শাহরুখ-কাজলের ভাস্কর্য Dec 05, 2025
img
ঢাকায় পৌঁছালেন জুবাইদা রহমান, সরাসরি যাবেন এভারকেয়ারে Dec 05, 2025
img
ফেব্রুয়ারিতেই ভোট হবে : ধর্ম উপদেষ্টা Dec 05, 2025
img
ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান Dec 05, 2025
img
যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে বেঈমানি করতে পারে, জেলেনস্কিকে ম্যাক্রোঁ Dec 05, 2025
img
ফুটবল বিশ্বকাপের ড্র আজ : কখন কোথায় হবে, কীভাবে দেখবেন Dec 05, 2025
img
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা Dec 05, 2025
img
রবিবার বেগম খালেদা জিয়াকে নেয়া হতে পারে লন্ডনে : মির্জা ফখরুল Dec 05, 2025
img
মানুষ মনুষ্যত্ব হারিয়েছে : মিমি Dec 05, 2025
img
রেকর্ড ভেঙে ওয়াসিম আকরামকে নিয়ে স্টার্কের মন্তব্য Dec 05, 2025
সন্তানের নাম এখনও ঘোষণা হয়নি, শিগগিরই প্রকাশ হবে Dec 05, 2025