কিছুদিন আগেই ১২তম স্টুডিও অ্যালবামের ঘোষণা দিয়েছেন আমেরিকান পপ সেনসেশন টেলর সুইফট। এরই মধ্যে শুরু হয়ে গেছে অ্যালবামটির প্রি-অর্ডার ও বিক্রি। এই বিশেষ প্রক্রিয়া চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এরপর বাজারে আসবে অ্যালবামটি।
তবে অ্যালবামটির ব্যতিক্রম দিক হলো, এটির অনেকগুলো সংস্করণ করেছেন সুইফট। সংখ্যাটা ঠিক কত, তা এখনো জানা যায়নি। তবে এ পর্যন্ত পাঁচটি ভার্সনের কথা সামনে এসেছে। যারা চড়া দামে অগ্রিম কিনে নিচ্ছেন, তারাই পাচ্ছেন এসব বিশেষ সংস্করণ।
ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, অ্যালবাম এক হলেও এগুলোর ভিনাইলে রয়েছে ভিন্নতা। এ ছাড়া প্রচ্ছদের নকশা, ভিনাইলের রং, প্যাকেজিং সবকিছুতেই ভিন্নতা রাখা হচ্ছে। এবং এসব সংস্করণ সাধারণ বাজারে কিনতে পাওয়া যাবে না। শুধু অগ্রিম ক্রেতাদের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে।
এখনো পর্যন্ত সর্বশেষ যে সংস্করণ এসেছে, তার নাম ‘টিনি বাবলস ইন শ্যাম্পেন কালেকশন’। সোমবার প্রকাশ্যে আসা এ অ্যালবামে দুটি আলাদা ভিনাইল রয়েছে, সঙ্গে দেওয়া হয়েছে একটি কবিতা। প্রতিটি সংস্করণ প্রকাশের পর বিক্রির সময় বাঁধা থাকে ৪৮ ঘণ্টা। তবে প্রতিবারই এক ঘণ্টার মধ্যেই সমস্ত অ্যালবাম বিক্রি হয়ে যাচ্ছে। এমন আকাশচুম্বী আগ্রহ সাম্প্রতিক সময়ে কোনো অ্যালবামের প্রতি দেখা যায়নি।
এসএস/এসএন