বলিউডপ্রেমীদের জন্য এ সপ্তাহ যেন দ্বিগুণ উৎসব। কারণ জাহ্নবী কাপুর আসছেন একসঙ্গে দুটি ছবির মাধ্যমে। বহুল প্রতীক্ষিত পরম সুন্দরী আগামীকালই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আর এর সঙ্গে যুক্ত হচ্ছে সানি সংস্কারি কি তুলসী কুমাড়ে এর টিজার। অর্থাৎ দর্শকরা একসঙ্গে জাহ্নবীর দুই ভিন্ন রূপ উপভোগ করতে পারবেন বড় পর্দায়।
পরম সুন্দরীতে জাহ্নবীর সঙ্গে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। আবেগমাখা এ প্রেমকাহিনিতে উঠে আসবে উত্তর ও দক্ষিণ ভারতের সাংস্কৃতিক মেলবন্ধন। অন্যদিকে, সানি সংস্কারি কি তুলসী কুমারীতে তার সঙ্গী বরুণ ধাওয়ান। এখানে পাওয়া যাবে উৎসবের আমেজে ভরা হাসি, নাচ, গান আর পারিবারিক বিনোদনের রঙিন জগৎ।
ম্যাডক ফিল্মস ও ধর্মা প্রোডাকশনের যৌথ কৌশলে গড়ে ওঠা এই প্রচারণা ইতিমধ্যেই বলিউডে আলোচনার ঝড় তুলেছে। টিজার, ট্রেলার ও মুক্তির সময়সূচি একসঙ্গে মিলে যাওয়ায় দর্শকদের প্রত্যাশা এখন আকাশচুম্বী।
এই মৌসুমে জাহ্নবী কাপুরকেই ঘিরে বলিউডের সবচেয়ে বড় উৎসবমুখর সিনেমা মুহূর্ত তৈরি হচ্ছে এমনটাই বলছেন শিল্প সংশ্লিষ্টরা। প্রেম আর উৎসব দুটি ভিন্ন স্বাদে তিনি কি এবার দর্শকের মন জয় করবেন, সেটিই এখন দেখার বিষয়।
এমকে/এসএন