নরসিংদীতে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে রাহা মনি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পৌর শহরের হেমেন্দ্র সাহার মোড় এলাকার লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত রাহা মনি রায়পুর উপজেলার হাঁটুভাঙা এলাকার বাসিন্দা নিজামুল হক ও তানিয়া আক্তার দম্পতির একমাত্র সন্তান।
পরিবারের সদস্যরা জানান, টনসিল অপারেশনের জন্য রাহা মনিকে হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের সময় এনেস্থেশিয়া দেন নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুদীপ্ত সাহা এবং অপারেশন করেন নাক-কান-গলার বিশেষজ্ঞ ডা. তন্ময় কর। তবে অপারেশনের প্রায় এক ঘণ্টা পরই মারা যায় রাহা মনি। পরিবারের দাবি, ভুল চিকিৎসার কারণেই তাদের একমাত্র সন্তানের মৃত্যু হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় ক্ষুব্ধ হয়ে তারা দুই চিকিৎসককে মারধর করে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই চিকিৎসককে হেফাজতে নিয়ে নরসিংদী মডেল থানায় নিয়ে যায়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, ‘লাইফ কেয়ার হাসপাতালে শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমকে/এসএন