মাদুশঙ্কার শেষ ওভারে হ্যাটট্রিক, হাফ ছেড়ে বাঁচল শ্রীলঙ্কা

প্রায় তিনশ ছোঁয়া লক্ষ্য তাড়ায় ১৬১ রানে ৫ ‍উইকেট হারানো জিম্বাবুয়েকে প্রায় একা টানছিলেন সিকান্দার রাজা। শেষ ওভারে যখন আর মাত্র ১০ রান দরকার, তখনই ঘুরে গেল মোমেন্টাম। দিলশান মাদুশঙ্কার হ্যাটট্রিকে অভূতপূর্বভাবে শ্রীলঙ্কা ম্যাচে ফেরে। যা ম্লান করে দিয়েছে রাজার ৯২ রানের ইনিংস। ফলে ৭ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল লঙ্কানরা।

হারারেতে আগে ব্যাট করতে নেমে সফরকারী শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৮ রান তোলে। তাদের পক্ষে সর্বোচ্চ পাথুম নিশাঙ্কা সর্বোচ্চ ৭৬, জানিথ লিয়ানাগে ৭০ ও কামিন্দু মেন্ডিস ৫৭ রান করেছেন। লক্ষ্য তাড়ায় রাজা কক্ষপথে রেখেছিলেন জিম্বাবুয়েকে। কিন্তু থামতে হয়েছে ২৯১-তে। শেষের সমীকরণ মেলাতে না পারা দলটির হয়ে এই তারকা অলরাউন্ডারের ৯২ ছাড়াও বেন কারান ৭০ ও শন উইলিয়ামস ৫৭ ও টনি মুনিয়ঙ্গা ৪৩ রান করেন। মাদুশঙ্কা ৪ ও আসিথা ফার্নান্দো নেন ৩ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা দলীয় মাত্র ৯ রানে ওপেনার নিশান মাদুশকাকে হারায়। অবশ্য কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার ১০০ রানের জুটিতে সেই ধাক্কা সামাল দেয় লঙ্কানরা। কুশল ৬৩ বলে ৩৮ রান এবং ৬৫ বলে ফিফটি করা নিশাঙ্কা ফেরেন ৭৬ রানে। ৯২ বলের ইনিংসে তিনি ১২টি চার হাঁকান। মাঝে ক্রিজে থিতু হয়েও সাদিরা সামারাবিক্রমা আউট হয়ে যান ৩৫ রানে। লঙ্কানদের বড় পুঁজির ভিতটা গড়ে লিয়ানাগে-কামিন্দুর ষষ্ঠ উইকেটে। দুজন মিলে ১৩৭ রানের জুটি গড়েন।

কামিন্দু-লিয়ানাগে দ্রুত গতিতে রান বাড়ানোয় মনোযোগ দেন। যা লঙ্কানদের প্রায় তিনশ ছোঁয়া পুঁজি এনে দেয়। ৪৮তম ওভারে ঝড় তুলে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন লঙ্কান দুই ব্যাটসম্যান। কামিন্দু ৩০ বলে ও লিয়ানাগে ৩৯ বলে পৌঁছান পঞ্চাশের ঘরে। ইনিংসের শেষ বলে কামিন্দুর বিদায়ে ভাঙে তাদের ৮৩ বলে ১৩৭ রানের জুটি। এর আগে তিনি ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৭ রান করেন। অপরাজিত লিয়ানাগে ৪৭ বলে ৬ চার ও ৩ ছক্কায় করেন ৭০ রান। স্বাগতিক রোডেশিয়ানদের পক্ষে ২ ‍উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাবা।

লক্ষ্য তাড়ায় নেমে দলীয় রানের খাতা খোলার আগেই আউট জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। তাকে প্রথম বলে বিদায় করা আসিথা ফার্নান্দো দুই বল পর ব্রেন্ডন টেইলরকেও ড্রেসিংরুমে পাঠান। এই অভিজ্ঞ তারকা এদিন ওয়ানডেতে ফিরেছিলেন ৪ বছর পর। এরপর স্বাগতিক অধিনায়ক শন উইলিয়ামস ও বেন কারান মিলে গড়েন ১১৮ রানের কার্যকর জুটি। ৫৪ বলে ২ ছক্কা ও ৭ চারে ৫৭ রান করা উইলিয়ামসের বিদায়ে সেই ‍জুটি ভাঙে। এরপর কারানও ৯০ বলে ৮টি চারের বাউন্ডারিতে ৭০ রানে ফেরেন।

মাঝে ওয়েসলি মাধেভেয়ার দ্রুত ফিরলে মুনিয়োঙ্গাকে নিয়ে লম্বা পথ পাড়ি দেওয়ার লক্ষ্যে ছোটেন রাজা। ১১৮ রানে সেই জুটি ভাঙার সঙ্গে সঙ্গেই নিভে যায় জিম্বাবুয়ের আশা। শেষ ওভারের প্রথম তিন বলেই রাজা, ব্র্যাড ইভান্স ও এনগারাবাকে ফিরিয়ে স্বাগতিকদের মুখের গ্রাস কেড়ে নেন মাদুশঙ্কা। ৮৭ বলে ৮ চারে ৯২ রান করেন রাজা এবং মুনিয়োঙ্গা অপরাজিত ছিলেন ৫২ বলে ৪৩ রানে। 

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রবাসী বাংলাদেশিরা Aug 30, 2025
img
আপনারা যদি নির্বাচনে না আসেন কিছু যাবে আসবে না : বাবর Aug 30, 2025
img

ডাকসু নির্বাচন

বৈষম্যবিরোধী প্যানেলের ইশতেহারে ৮ দফা Aug 30, 2025
img
ঠাকুরগাঁওয়ে জাপা কার্যালয়ে হামলা Aug 30, 2025
আইএমডিবি তালিকায় তৃতীয় স্থানে, নতুন সাজে মুগ্ধ ভক্তরা Aug 30, 2025
সিনেমার মাধ্যমে ফের নিজের জায়গায় কঙ্গনা! Aug 30, 2025
রোনালদো-ফেলিক্সের ঝলকে ৫-০ গোলের উড়ন্ত জয়, আল নাসরের নতুন অধ্যায় Aug 30, 2025
স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে বললেন রাশেদ খান Aug 30, 2025
ইউনূস সরকার চেয়ে পাগলা মসজিদে চিঠি Aug 30, 2025
img
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর ২ মাস আগে সব টিকিট শেষ Aug 30, 2025
img
২৪ ঘণ্টা পার হলেও কারো বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি: তাহের Aug 30, 2025
img
নিষিদ্ধ করার প্রতিবাদে গরুর মাংসের পার্টি করলেন ব্যাংক কর্মীরা Aug 30, 2025
img
বরগুনায় ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৩৪ জন Aug 30, 2025
img
বাংলাদেশকে ১৩৭ রানের টার্গেট দিল নেদারল্যান্ডস Aug 30, 2025
img
ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর গুজব Aug 30, 2025
img
একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চক্রান্ত করছে : মির্জা ফখরুল Aug 30, 2025
img
গাইবান্ধায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি Aug 30, 2025
img
বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নেই : সালা‌হউদ্দিন আহমেদ Aug 30, 2025
img
কাজাখ ফুটবলের গৌরবময় অধ্যায়: প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে কাইরাত Aug 30, 2025
img
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত ২ লাখ ২০ হাজার রুশ সেনা নিহত Aug 30, 2025