বলিউডের বাদশা শাহরুখ খান প্রতি বছরের মতো এবারও গণেশ চতুর্থী পালন করেছেন। তবে প্রাসাদে নয়, এবার ভাড়া বাড়ি পালি হিলসে থাকায় উৎসবের ধুমধাম আগের মতো লক্ষ্য করা যায়নি। সোশাল মিডিয়ায় অনুরাগীদের জন্য শুভেচ্ছাবার্তা না দিলেও উৎসবের অন্তিম লগ্নে তিনি ধরা দিয়েছেন কিং মেজাজে।
গাঢ় নীল পাঠান স্যুট পরিহিত শাহরুখের ছোট বাঁধা পনিটেল বিশেষ নজর কেড়েছে। এই লুক দর্শককে ফের মেলে ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ সিনেমার স্মৃতিতে। মহারাষ্ট্রের গণেশ উৎসবে ‘মোরিয়া রে’ গানটি ফের কিং-এর নস্ট্যালজিয়া ছড়িয়েছে।
নিরাপত্তাবলয় বেষ্টিত প্যান্ডেলে প্রবেশের মুহূর্তে শাহরুখকে দেখা যায়। ছবিশিকারিদের লেন্সে ধরা পড়া এই দৃশ্য নেটপাড়ায় ইতিমধ্যেই চর্চার শিরোনামে পরিণত হয়েছে। হালকা চুল বড় করে ‘কিং’ ছবির শুটিং লুকও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
অনুরাগীরা উৎসবের শেষ মুহূর্তে কিং-এর উপস্থিতি এবং ‘ডন’ স্মৃতি উপভোগ করেছেন। সামাজিক মাধ্যমে তার এই লুক নিয়ে আলোচনা এখনও চলছে।
এমকে/এসএন