ভারতের আলোচিত আইনজীবী উজ্জ্বল নিকমের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। সম্প্রতি এই বায়োপিকের ঘোষণা দিয়েছেন প্রযোজক দীনেশ ভিজান।
এরইমধ্যে জানা গেছে, সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করবেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা রাজকুমার রাও। সিনেমাটি পরিচালনা করবেন ‘পাতাল লোক’ খ্যাত অবিনাশ অরুণ।
এবার জানা গেল, সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন ‘ভুল চুক মাফ’ সিনেমা দিয়ে সাড়া ফেলে দেওয়া ওয়ামিকা গাব্বি।
ভারতীয় গণমাধ্যম বলছে, আগামী অক্টোবরে শুরু হবে বায়োপিকের শুটিং। সিনেমার নাম চূড়ান্ত না হলেও রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বির চুক্তি সম্পন্ন হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বরে শুরু হচ্ছে অভিনয় ওয়ার্কশপ।
যেখানে রাজকুমার ও ওয়ামিকা দুজনকেই নতুন লুকে দেখা যাবে, যাতে আদালতকেন্দ্রিক এই কাহিনি বাস্তবতার সঙ্গে মিশে যায়।
পরিচালকের ভাষ্যে, উজ্জ্বল নিকম ভারতের বিচার ব্যবস্থার এক কিংবদন্তি নাম। ১৯৯৩ সালের মুম্বাই সিরিজ বিস্ফোরণ মামলা এবং ২০০৬ সালের মুম্বাই লোকাল ট্রেন বিস্ফোরণ মামলাসহ একাধিক সন্ত্রাসবাদী হামলার বিচার প্রক্রিয়ায় তিনি ছিলেন অন্যতম মুখ।
তিনি প্রমাণ ও সাক্ষ্য দিয়ে বহু হাই-প্রোফাইল আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন।
তাঁর কড়া আইনি কৌশল ও জেরা কোর্টরুম কিংবদন্তি হয়ে গেছে। সে কারণে তার বায়োপিক নির্মাণে অভিনেতাদের শারীরিক ভাষা, লুক থেকে শুরু করে আদালতের পরিবেশকে ফুটিয়ে তোলা থেকে শুরু করে সবকিছুর জন্য বিশেষ টিম কাজ করছে।
রাজকুমার রাও অভিনয়ের জন্য ইতিমধ্যেই কোর্টরুম জার্নাল পড়া শুরু করেছেন। অন্যদিকে ওয়ামিকা গাব্বি গবেষণা করছেন মামলাগুলোর পারিপার্শ্বিক সামাজিক প্রেক্ষাপট নিয়ে।
ইএ/টিএ