এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি ও গায়িকা টেলর সুইফটের বাগদানের খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় চলে আসেন কেলসির সাবেক প্রেমিকা কায়লা নিকোল। পাঁচ বছর ধরে ট্র্যাভিসের সঙ্গে সম্পর্কের বন্ধনে ছিলেন কায়লা। তাদের বিচ্ছেদ হয় ২০২২ সালে। এরপর থেকেই মাঝে মধ্যেই সাবেক প্রেমিককে ঘিরে নীরব বা ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার করতে দেখা যায় তাকে।
ট্র্যাভিস-টেলরের গোলাপ সাজানো আঙিনায় বাগদানের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার মাত্র তিন দিন পরই কায়লা তার জিম থেকে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তাকে কঠোর গ্লুট ও লেগ ওয়ার্কআউট করতে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন—“লক্ষ্য? এমন এক পিঠ বানানো যা বলবে আমাকে নিয়ে আর খেলা কোরো না।” ভিডিওটির পেছনে বাজছিল গানার গান মেড ফর দিস শিট।
বাগদানের দিনও কায়লার পোস্টে ছিল ইঙ্গিতপূর্ণ ছায়া। তিনি শেয়ার করেন অভিনেত্রী ট্রেসি এলিস রসের একটি বক্তব্য, যেখানে বলা হয়েছিল সুখের চেয়ে আনন্দকে বেছে নেওয়ার কথা। ক্যাপশনে কায়লা লিখেছিলেন তিনি এমন আনন্দ খুঁজতে চান যা স্থায়ী, গভীর এবং নিজস্ব জায়গা তৈরি করে। এভাবে পরোক্ষভাবে নিজের অবস্থান স্পষ্ট করলেও টেলরের ব্যাপারে কায়লার কোনো নেতিবাচক মন্তব্য নেই। বরং তিনি স্বীকার করেছেন টেলরকে তিনি মেধাবী ও প্রতিভাবান মনে করেন।
সম্পর্ক ভাঙনের পর প্রকাশ্য আলোচনার চাপ কায়লার জন্য সহজ ছিল না। টেলর-ট্র্যাভিসের প্রতিটি মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় তার নিজের মনেও প্রশ্ন তৈরি হতো। তবু তিনি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করেছেন।
অন্যদিকে, টেলর ও ট্র্যাভিসের প্রেমকাহিনি শুরু হয় ২০২৩ সালের জুলাইয়ে। কনসার্টে টেলরকে ফ্রেন্ডশিপ ব্রেসলেট দিতে চাইলেও ব্যর্থ হন কেলসি। পরেরবার নিজেই আমন্ত্রণ জানান টেলরকে খেলার মাঠে। সেখান থেকেই শুরু তাদের ঘনিষ্ঠতা। দুই বছরের প্রেমের পর ২০২৫ সালের আগস্টে ট্র্যাভিস হাঁটু গেড়ে প্রস্তাব দেন টেলরকে। বাগদানের ছবিতে একে অপরকে মজা করে “ইংলিশ টিচার” ও “জিম টিচার” বলে সম্বোধন করেন তারা। পুরনো ধাঁচের ব্রিলিয়ান্ট-কাট ডায়মন্ডের আংটি টেলরকে উপহার দিয়েছেন ট্র্যাভিস, যার দাম হতে পারে এক মিলিয়ন ডলার পর্যন্ত।
এসএন