মঞ্চে ফেরার অপেক্ষায় ছিলেন জনপ্রিয় গায়ক ইয়ো ইয়ো হানি সিং। তার নতুন অ্যালবাম ৫১ গ্লোরিয়াস ডেজ–এর মুক্তির আগে মোহালিতে একটি কনসার্টে গান গাওয়ার কথা ছিল তার।
মঞ্চে একসঙ্গে থাকার কথা ছিল নীরু বাজওয়া, জ্যাকুলিন ফার্নান্দেজ, সৌন্দর্যা শর্মা ও বিসমিলের মতো তারকাদেরও। কিন্তু অনুষ্ঠানস্থলে পৌঁছে নিরাপত্তা ঘিরে জটিলতায় ভেস্তে গেল পুরো আয়োজন।
জানা গেছে, হানি সিং নিজস্ব নিরাপত্তা বাহিনী ছাড়া মঞ্চে উঠতে রাজি ছিলেন না। অথচ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, এমনকি পাঞ্জাব পুলিশের সদস্যরাও দায়িত্বে আছেন। কিন্তু সিং নিজের টিম ছাড়া ভেতরে ঢুকবেন না বলে সাফ জানিয়ে দেন। এ নিয়ে আয়োজকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি শেষ পর্যন্ত অনুষ্ঠান ছেড়ে চলে যান। ফলে ভক্তরা অপেক্ষা করেও পেলেন না তার গান।
এ বিষয়ে হানি সিং এখনও প্রকাশ্যে কিছু বলেননি। তবে আয়োজকদের দাবি, অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী বাইরের নিরাপত্তা কর্মী মঞ্চের ভেতরে অনুমোদিত ছিল না। সিংয়ের জেদে শেষ পর্যন্ত সমঝোতা হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে গায়কের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র ফেমাস। এর পর ৫১ গ্লোরিয়াস ডেজ হচ্ছে তার প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম। আগে ঘোষণা করা ইন্টারন্যাশনাল ভিলেজার ২ আর মুক্তি পায়নি। নতুন অ্যালবামের কভার ও শিরোনাম গান মাফিয়া–র ফার্স্ট লুক ইতিমধ্যেই প্রকাশ করেছেন সিং। পোস্টারে অভিনেত্রী নারগিস ফাখরিকে দেখা গেছে, ধারণা করা হচ্ছে অ্যালবামের একাধিক মিউজিক ভিডিওতে তিনিও থাকবেন।
অ্যালবামের পথে একের পর এক সিঙ্গেল প্রকাশ করছেন হানি সিং। এর মধ্যে রয়েছে শেখর কৌশলের সঙ্গে তেরিয়ান মেরিয়ান, শেহনাজ গিলের সঙ্গে হোয়েন অ্যান্ড হোয়্যার এবং নবাগত চার্মি জাভেরিকে নিয়ে মাশূকা। সবশেষে ৫১ গ্লোরিয়াস ডেজ আসছে আগামী ২৬ সেপ্টেম্বর।
এসএন