বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই রাউন্ডে চিলি ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হলো ব্রাজিল। চোটের কারণে ছিটকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনিয়া।
বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই রাউন্ডের জন্য ব্রাজিলের স্কোয়াডে ডাক পেলেন সামুয়েল লিনো। ইনজুরিতে ছিটকে যাওয়া ম্যাথিয়াস কুনিয়ার বদলি হিসেব তাকে স্কোয়াডে ডেকেছেন কোচ কার্লো আনচেলত্তি। এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন লিনো।
শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে ২৫ বছর বয়সী লিনোকে স্কোয়াডে ডাকার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোয় খেলা লিনো মূলত উইংব্যাক হিসেবে খেললেও উইঙ্গার হিসেবেও খেলতে পারদর্শী। চলতি বছর অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ফ্লামেঙ্গোয় যোগ দেয়ার পর থেকে দারুণ ফর্মে আছেন তিনি। লিগে ৪ ম্যাচে ২ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি।
কুনিয়া শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বার্নলির হয়ে খেলার সময় পেশীতে চোট পান। ক্লাবের মেডিকেল টিম ও জাতীয় দলের সঙ্গে আলোচনার পর তিনি নিজেকে জাতীয় দল থেকে সরিয়ে নেন।
এর আগে চোটের কারণে ছিটকে গেছেন নিউক্যাসল ইউনাইটেডের হয়ে খেলা জোয়েলিংটন ও মোনাকোর ফুলব্যাক ভেন্ডারসন। তাদের বদলি হিসেবে বাহিয়ার ২৭ বছর বয়সী মিডফিল্ডার লুকাস অলিভেইরা ও বোতাফাগোর ২৬ বছর বয়সী রাইটব্যাক ভিতিনিয়োকে দলে ডেকেছেন। এবারই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন তারা।
আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বাছাই পর্বের শেষ ম্যাচ খেলবে বলিভিয়ার বিপক্ষে। এরই মধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের।
এমআর/টিকে