তারকাদের ব্যক্তিগত জীবনের ঝলক দেখতে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বিশেষত বিলাসবহুল ফ্ল্যাট কিংবা ভিলার ভেতরের সজ্জার ছবি যখন অভিনেতা-অভিনেত্রীরা নিজেরাই সামাজিক মাধ্যমে শেয়ার করেন, তখন সেই সাজসজ্জা নিয়ে মুগ্ধতা আরও বাড়ে। অনেকেই এসব আভিজাত্যের পেছনের কারিগরদের চেনেন না। মানে ইন্টিরিয়র ডিজাইনারদের।
তবে আপনি জানেন কি, বলিউডের অনেক তারকার বাড়ির ভেতরের ডিজাইন করেছন শাহরুখপত্নী গৌরী খান। এই পেশায় নিযুক্ত আছেন হৃতিকের স্ত্রী সুজানা খানও।
বলিউডে রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মালহোত্র কিংবা অনন্যা পাণ্ডের মতো একাধিক তারকার বাসভবনের নকশা দাঁড় করিয়েছেন খ্যাতনামা ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খান। পাশাপাশি, হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজ়ান খানও মুম্বাইয়ের অন্দরসজ্জা জগতে সমানভাবে প্রতিষ্ঠিত।
তবে প্রশ্ন হল তারকাদের এই বাড়িঘর সাজাতে কত খরচ পড়ে?
এক সাক্ষাৎকারে সুজান জানিয়েছিলেন, অন্দরমহলে সজ্জার খরচ মূলত ফ্ল্যাটের আকার, বাজেট, লোকেশন এবং ব্যবহৃত সামগ্রীর উপর নির্ভরশীল। উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০০০ বর্গফুটের একটি ফ্ল্যাট সাজাতে বর্গফুট প্রতি খরচ দাঁড়ায় প্রায় ১,২০০ থেকে ২,০০০ টাকা। ফলে তাঁর সংস্থাকে দিয়ে মুম্বাইয়ের কোনো বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ইন্টিরিয়র করাতে ন্যূনতম ব্যয় হয় ২৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা।
অন্যদিকে, গৌরী খানের ক্ষেত্রে খরচের অঙ্ক আরও অনেক বড়।
কেবল পরামর্শ ফি-ই শুরু হয় প্রায় ৬ লক্ষ টাকা থেকে। তিনি যদি কোনো বিলাসবহুল ভিলার অন্দরসজ্জার দায়িত্ব নেন, তবে খরচের হিসেব দাঁড়াতে পারে ৩ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত। আর বাণিজ্যিক প্রকল্পে সেই অঙ্ক আরও বেড়ে হয় প্রায় ৫০ লক্ষ থেকে ২০ কোটি টাকা।
এমকে/টিকে