চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের মিশন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম একই উপজেলার রাধানগর ইউনিয়নের তেঘরিয়া এলাকার মোজাম্মেল হকের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, মিশন মোড়ে একটি দ্রুত গতির ট্রাকের সঙ্গে সাইফুলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাইফুলের মরদেহ উদ্ধার করে জানিয়ে তিনি আরও বলেন, পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক জব্দ ও ট্রাকের চালককে আটক করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।
এমআর