দেশের রাজনীতি ও অর্থনীতি নিয়ে মানুষের হতাশা অনুভব করা যায় : জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, বিগত কয়েক বছরে বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি নিয়ে মানুষ যে হতাশার মধ্য দিয়ে যাচ্ছে তা কেবল কিছু সংখ্যার বিষয় নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুভব করা যায়। দারিদ্র্য যে বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। শহরের রাস্তায় হাঁটলে বোঝা যায় কত মানুষ কর্মহীন। কত দোকানপাট বন্ধ হয়ে গেছে।

কত পরিবার নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে হিমশিম খাচ্ছে। মহামারি, বৈশ্বিক মন্দা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে বহু প্রতিষ্ঠান কার্যক্রম গুটিয়ে নিয়েছে। দেশি-বিদেশি নতুন বিনিয়োগ কার্যত নেই। অর্থনীতিতে নিম্নগতি এতটাই প্রকট যে, মধ্যবিত্তের বড় একটা অংশ দ্রুত নিম্ন মধ্যবিত্তে নেমে গেছে। আর নিম্ন মধ্যবিত্ত সরাসরি দরিদ্র শ্রেণিতে নেমে গেছে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকার আসার পর মানুষ ভেবেছিল নতুন এক বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে। অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হবে।

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিনিয়োগ এখনো বাড়েনি। অথচ বিনিয়োগ ছাড়া কোনো অর্থনীতি বড় হতে পারে না। বিনিয়োগ না হলে নতুন শিল্প গড়ে উঠবে না। কর্মসংস্থান তৈরি হবে না এবং কর্মসংস্থান না হলে দারিদ্র কমবে না। বরং দারিদ্র আরো গভীর হতে থাকবে।

তিনি বলেন, ‘সরকারের কিছু প্রাথমিক উদ্যোগ যেমন রাজস্ব খাত সংস্কারের প্রচেষ্টা, বাংলাদেশ ব্যাংকের অটোমেশন বা প্রাতিষ্ঠানিক সংস্কারের চেষ্টা আশা সঞ্চার করেছিল। কিন্তু সেগুলো এখনো পরিণত ফল দেয়নি। যে টাস্কফোর্স অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণের জন্য গঠিত হয়েছিল তারা সুপারিশ করেছিল বিনিয়োগ কর্মসংস্থান শিল্পনীতি সবকিছুর কাঠামোগত পরিবর্তনের জন্যে। অন্তর্বর্তী সরকার সেই সুপারিশ গ্রহণ করেছে কিন্তু বাস্তবায়নের গতি খুবই ধীর। তাই অর্থনীতিতে ইতিবাচক বার্তা দেওয়ার মতো পরিবর্তন দৃশ্যমান হয়নি।

দারিদ্র বৃদ্ধির পেছনে মূল্যস্ফীতি সবচেয়ে বড় কারণ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যখন প্রতিদিন বাড়ে তখন গরিব মানুষের আয়ের মান দ্রুত কমে যায়। চাল, ডাল, ভোজ্য তেল, সবজি এসবের বাজার এখনো অস্থির। শহরের বাজারে গিয়ে শ্রমজীবী মানুষ যখন দেখে তার দৈনিক আয় দিয়ে আগের মতো খাবার জুটছে না তখন দারিদ্র কেবল পরিসংখ্যান নয় বরং বাস্তব কষ্টে পরিণত হয়।’

জিল্লুর আরো বলেন, ‘দুর্ভাগ্যজনক হলো এই মানুষদের কার্যকর সামাজিক সুরক্ষা কর্মসূচি নেই। সরকারের বিভিন্ন সাহায্য কর্মসূচি থাকলেও তা রাজনৈতিক প্রভাব আর দুর্নীতির কারণে প্রকৃত গরিব মানুষের কাছে পৌঁছায় না। এতে তাদের ক্ষোভ বাড়ছে, হতাশাও বাড়ছে। গ্রামীণ অর্থনীতি কিছুটা ভালো টিকে আছে। কৃষি ক্ষেত্রে বড় ধরনের ধস নামেনি। কৃষক উৎপাদন চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা আর নায্য মূল্য পাচ্ছে না। কৃষিপণ্যের বাজার এখনো প্রভাবশালী ব্যবসায়ী ও সিন্ডিকেটের দখলে।

রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত এই চক্রগুলো কৃষকের ঘামে অর্জিত ফসলের মুনাফা কুক্ষিগত করছে। অথচ সরকার যদি সত্যি বাজার সংস্কার করতে চাইতো তবে এদের দমন করতে হতো। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস দেখানো হয়নি। অর্থনীতির এই কঠিন বাস্তবতা যেমন হতাশার জন্ম দিচ্ছে তেমনি রাজনৈতিক চর্চার অবস্থা আরো ভয়াবহ সংকটের ইঙ্গিত দিচ্ছে।’

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ঢাকার ৩০০ ফিটে ট্রাকে আগুন Nov 24, 2025
img
বাফুফে সভাপতি কেন ক্ষমা চাইলেন Nov 24, 2025
ভেনেজুয়েলায় অভিযান চালাবে যুক্তরাষ্ট্র Nov 24, 2025
সাধারণ মানুষের সঙ্গে আচরণের সীমা ছাড়াল ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা Nov 24, 2025
৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পথচারীর তর্ক Nov 24, 2025
ক্ষমতা বা আসনের লোভে কোনো সমঝোতা নয়: নাহিদ ইসলাম Nov 24, 2025
তৃণমূলের বাবরি মসজিদ উদ্যোগ, রাজনীতিতে উত্তেজনা Nov 24, 2025
img

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে Nov 24, 2025
কুমিল্লায় মনোনয়ন বঞ্চিত ইয়াসিন সমর্থকদের মিছিল Nov 24, 2025
মানুষের ভোগান্তি সত্ত্বেও বিসিএস পরীক্ষার্থীরা তর্কে জড়িয়ে পড়লেন Nov 24, 2025
পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে: জামায়াত নেতা Nov 24, 2025
img
পদত্যাগ করে হাতপাখার মনোনয়ন পেলেন সেই বিএনপি নেতা Nov 24, 2025
সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হচ্ছে Nov 24, 2025
ছোটপর্দা থেকে বড়পর্দায়, দেবের নায়িকা হয়ে উচ্ছ্বসিত জ্যোতির্ময়ী Nov 24, 2025
দুই বছরের বিরতির পর ফের পর্দায় ঝলক নিয়ে হাজির বিদ্যা সিনহা মিম Nov 24, 2025
মিস কমিউনিকেশন বাফুফের, ক্ষমা চাইলেন সভাপতি Nov 24, 2025
img
ট্রাম্প দিতে চাইলেও এফ-৩৫ পাবে না সৌদি, কারণ কী? Nov 24, 2025
img
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই : আমানউল্লাহ আমান Nov 24, 2025
img

বাউল আলেয়া বেগম

আমরা মার খাইতে জানি, কাউরে মারতে জানি না Nov 24, 2025
img
বাংলাদেশি কর্মী নিয়োগে বড় সুখবর দিল সৌদি আরব Nov 24, 2025