দ্বিতীয় চালানে ভারতে গেল ৬৩ টন ইলিশ

পূজা উপলক্ষে উপহার হিসেবে বাংলাদেশের প্রতিশ্রুত ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশের দ্বিতীয় চালানে আরও ৬৩ মেট্রিক টন ২৪০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে।

মঙ্গলবার ৮টি ট্রাকে ইলিশের এ চালান কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। এর আগে সোমবার প্রথম চালানে ১২ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠায় বাংলাদেশ।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, প্রতি কেজি ১০ ডলার মূল্যে শুল্কমুক্ত সুবিধায় ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে। প্রতিবছরই পূজা উপলক্ষে কমবেশি ইলিশ ভারতে পাঠানো হয়।

এর আগে উৎপাদন কম থাকায় ভারতে নিয়মিত ইলিশ রপ্তানি বন্ধ ছিল। ২০১২ সালের পর ইলিশ রপ্তানি আরও কমিয়ে আনা হয়। তবে প্রতিবেশী দেশ ভারতের বিশেষ উৎসব বিশেষ করে দূর্গাপূজা উপলক্ষে ৫০০ মেট্রিন টন ইলিশ রপ্তানি করা হতো।

তারই ধারাবাহিকতায় এ বছরও দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করছে বাংলাদেশ। দেশের নয়টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ পাঠানোর সুযোগ দেয়া হয়েছে। ১০ অক্টোবরের মধ্যেই ১৪৫০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হবে।

 

টাইমস/এসএন

Share this news on: