দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দোকানে ঢুকে আশু আলী লিংকন (৩১) নামে এক বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা করেছে স্থানীয় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। শনিবার রাতে জোহানেসবার্গের ফোর্ডবাগে লিংকনের মোবাইলের দোকানে ডাকাতির সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসক। আশু আলী লিংকন নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের খানা পাড়ার আক্তার খান বাড়ীর দলিলুর রহমান
ইতালির ভেনিসের কাছে শিশু নির্যাতনের অভিযোগে ২৩ বছর বয়সি বাংলাদেশি এক ইমামকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তবে তার বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ। মঙ্গলবার ইতালির ভেনিসের কাছে পাদোভা অঞ্চলের ‘বাংলাদেশ কালচারাল সেন্টার’ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
জাপানের ফুজিতসু রিসার্চ ইন্সটিটিউট বাংলাদেশের ৫০ জন তথ্যপ্রযুক্তি প্রকৌশলীকে তিন মাসের প্রশিক্ষণ প্রদান করা হবে। বুধবার টোকিওর বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে এ উপলক্ষে আগত প্রশিক্ষণার্থীদের জন্য এক ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়।