প্রথম বাংলা প্রবন্ধ প্রকাশিত হল বিশ্বখ্যাত ‘ল্যান্সেট’ সাময়িকীতে

বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ‘ল্যান্সেট’। এই সাময়িকীতে প্রকাশিত বিভিন্ন গবেষণা নিবন্ধ বা প্রবন্ধগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে থাকে। এবার এই ‘ল্যান্সেট’ সাময়িকীতেই বাংলা ভাষায় একটি সমীক্ষা ফলাফল প্রবন্ধাকারে প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, বাঙালিসহ অন্যান্য নিম্ন ও মধ্যম আয়ের দেশের গবেষকদের জন্য প্রয়োজনীয় গবেষণা উপকরণ ও গবেষণাপত্রের নাগাল পেতে বিভিন্ন চড়াই উৎড়াতে হয়। এ বিষয়ে ২০১৮ সালের সেপ্টেম্বরে ই-লাইফ সাময়িকীতে ড. সেঁজুতি সাহা ও ড. সমীর সাহার তত্বাবধানে একটি ইংরেজি প্রবন্ধ প্রকাশিত হয়েছিলো। তারই প্রেক্ষিতে একটি বাংলা সাক্ষাৎকার দেন ড. সেঁজুতি সাহা।

পরে পর্যালোচনায় দেখা যায়, বাংলা সাক্ষাৎকারটি ইংরেজি প্রবন্ধের তুলনায় অনেক বেশি মানুষকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে! তারই প্রেক্ষিতে বিজ্ঞান গবেষণায় ভাষার ব্যবহার নিয়ে চিন্তাভাবনা শুরু করেন তারা। এরই ধারাবাহিকতায় বাংলাভাষায় বিজ্ঞান চর্চা ও লিখনের প্রয়োজনীয়তা বুঝতে একটি সমীক্ষা করা হয়। ওই সমীক্ষার ভিত্তিতে বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ‘ল্যান্সেট’ এ বাংলা ও ইংরেজিতে এই সমীক্ষা ফলাফল প্রবন্ধাকারে প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রবন্ধ পড়তে ক্লিক করুন: বাংলা প্রবন্ধইংরেজি প্রবন্ধ

সূত্র: বাঙালিত্ব গবেষণা উদ্যোগ

 

টাইমস/এইচইউ

Share this news on: