ঢাকা-বরিশাল নৌপথের একটি লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বরিশাল নৌ-বন্দর পল্টুনে নোঙর করা অবস্থায় পারাবাত-১১ লঞ্চের কেবিন থেকে মরদেহটি উদ্ধার করে মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানা নৌ পুলিশ।
লঞ্চ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, রোববার ঢাকার সদরঘাট থেকে ওই নারী লঞ্চের যাত্রী হিসেবে উঠেন। সকালে লঞ্চ বরিশাল ঘাটে এলে যাত্রীরা নেমে যাওয়ার পর কেবিনে কোন যাত্রী অবস্থান করছে কিনা খোঁজ নিতে গেলে ৩৯১ কক্ষের যাত্রীর কোন সাড়া না পেয়ে কেবিন বয় বিষয়টি লঞ্চ সুপারভাইজারকে জানান। পরে নৌ-বন্দর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সিআইডি পুলিশ পরিদর্শক আল-মামুন ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।
ময়নাতদন্তের জন্য মরদেহ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
টাইমস/এইচইউ