অন্তর্বর্তী সরকার কি সুষ্ঠু নির্বাচন করতে চায়, প্রশ্ন তুললেন কনক সরওয়ার

সাংবাদিক ড. কনক সরওয়ার বলেছেন, সুষ্ঠ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের গত এক বছরের মধ্যে প্রথম তিন মাসে দায়িত্ব ছিল ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে মাঠে দায়িত্ব পালনকারী সেনা ও পুলিশ কর্মকর্তাদের একটি তালিকা বের করা এবং তাদের পরবর্তী নির্বাচনে সকল ধরনের কার্যক্রম থেকে বিরত রাখা। কিন্তু বিষয়টি ইন্টেরিমের মাথায় ঢুকেনি। এখন তারা সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের ভাই কাজী জিয়াউদ্দিনকে প্রধান সমন্বয়ক বানিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।


নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

কনক সরওয়ার বলেন, কাজী জিয়াউদ্দিন তার ভাই হাবিবুল আউয়ালের বদৌলতে ১৫ বছর হাসিনার সুযোগ-সুবিধা পেয়েছে। তিনি একটি মাইলফলক নির্বাচন করার ঘোষণা দিচ্ছেন। এগুলো হচ্ছে বুকলেট ভিডিও-অডিও কনটেন্ট। এগুলো তারা তৈরি করেছেন।

এই অডিও-ভিডিও বুকলেট বানাতে, প্রশিক্ষণ দিতে নিশ্চয়ই খোঁজ নিয়ে দেখেন, এর মধ্যে শত কোটি টাকার হয়তো লেনদেন হয়ে গেছে। শত কোটি টাকা খরচ হয়ে গেছে।

তিনি আরো বলেন, সম্প্রতি আপনারা দেখেছেন, নির্বাচন কমিশন ড্রোন কিনবে। ড্রোন দিয়ে ভোটের কেন্দ্র পর্যবেক্ষণ করবে।

নির্বাচন কমিশন নির্বাচনী কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবেন, তাদের বডি ক্যামেরা দেবে। অর্থাৎ পুরা টাকা খাওয়ার ধান্দা।

কনক সরওয়ার আরো বলেন, বিজিবি এখন যিনি প্রধান আছেন, তার বিষয়ে নানা অভিযোগ। জুলাই বিপ্লবের সময় তার নির্দেশে তার বাহিনী যে গুলি চালিয়েছে, সে বিষয়গুলো নিয়ে কি ইন্টেরিম কোনো পদক্ষেপ নিয়েছে? অর্থাৎ ইন্টেরিমের মুরুব্বীরা বন্দুক বাহিনীকে আসলে ভয় পাচ্ছে। তারা খুব ভয় পাচ্ছে যে বন্দুক বাহিনী যদি আবার বন্দুক ধরে বসে।
এই ভয়ে তারা কোনো ধরনের পদক্ষেপের দিকে যাচ্ছে না।

জাতীয় পার্টির প্রসঙ্গ তুলে তিনি বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর জাতীয় পার্টির প্রসঙ্গটা কিন্তু আমরা এনেছিলাম। কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।

রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পোড়ানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন ব্যক্তি মারা গেছে সে যে বিশ্বাসী হোক, নিজেকে যাই দাবি করুক, তার মৃত্যুর পরে কবর থেকে লাশ তুলে এনে রাস্তায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ বা কোনো কিছুই সমর্থন করে না। বাংলাদেশের সেনাবাহিনী রাজপথে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। পুলিশ আছে, র‌্যাব আছে। পত্রিকার সংবাদ অনুযায়ী গত কয়েকদিন ধরে এ বিষয়টি নিয়ে উত্তেজনা চলছিল। আমাদের এনএসআই, ডিজিএফআই, এসবি, ডিবি অসংখ্য বাহিনী আছে। এর বাইরেও নাম না জানা অনেক ইনফর্মার সোর্স অনেকভাবে কাজ করেন। এই ঘটনাটা কেন আগে চেক দেওয়া হলো না? পুরো পৃথিবীর কাছে বাংলাদেশকে প্রজেক্ট করার কি চেষ্টা চলছে? যে এরা কবরের থেকে লাশ তুলে সেই লাশের আগুন ধরিয়ে দেয়। এটা কি ইচ্ছাকৃতভাবে করার সুযোগ করে দেওয়া হলো? একটি অরাজক অবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখানোর জন্য।

তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর জামাতের সমাবেশে পিটিয়ে মেরে মরদেহের ওপরে উল্লাসের লগি বৈঠার যে ছবি দেখিয়ে ওয়ান ইলেভেনের পথ সুগম করা হয়েছিল, সেরকম কি কোনো আবহ তৈরি করার চেষ্টা চলছে?

তিনি বলেন, আমাদের ইন্টেরিম মুরুব্বিরা আসলে কি বুঝতেছে, কি করতেছে না করতেছে, বুঝতেছি না। এ রকম পরিস্থিতিতে আদৌ নির্বাচন সম্ভব কিনা? বিএনপি নির্বাচন নির্বাচন করছে কিন্তু সার্বিক যে পরিস্থিতি সে পরিস্থিতিতে সুষ্ঠ নির্বাচন কি সম্ভব?

জাতীয় পার্টিকে বিটিম হিসেবে নিয়ে আসার চেষ্টা চলছে। জাতীয় পার্টির মধ্যেযুক্ত আওয়ামী লীগ জাতীয় পার্টির ব্যানারে নির্বাচন করাবে। তাদের টাকা আছে, তাদের যে সমর্থকরা এখনো আছে সবাই মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করবে। জাতীয় পার্টি সরকারেও ভাগ বসাবে। কোয়ালিশন সরকারের দিকে হয়তো নিয়ে যাওয়ার পরিকল্পনা ভারতের গোয়েন্দা সংস্থার।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

সৌন্দর্য, প্রতিভা ও চার্ম বলিউড কাঁপানো উত্তরাখণ্ডের ৫ নায়িকা Sep 06, 2025
ছোট পরিসরে গুরুত্বপূর্ণ ঘোষণা তাশরীফ খানের ! Sep 06, 2025
সালমান শাহ: স্বপ্নের নায়ক আজও ভক্তদের হৃদয়ে Sep 06, 2025
আমরা আর নেগেটিভে যেতে চাই না ভাই, শুধু পজিটিভ ভাবতে চাই Sep 06, 2025
মহানবীর (সা.) আদর্শেই বিশ্বশান্তি সম্ভব: ড. ইউনূস Sep 06, 2025
"ইশতিহার ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে জাবি ছাত্রদল" Sep 06, 2025
img
পিআরের দাবি অবাস্তব: খসরু Sep 06, 2025
img
পর্দায় প্রেমিকার অভিনয় দেখে আবেগপ্রবণ হৃতিক Sep 06, 2025
img
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করল ট্রাম্প! Sep 06, 2025
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এখনও ‘বেশ ইতিবাচক’ সম্পর্ক রয়েছে: মোদি Sep 06, 2025
img
ড. মুহাম্মদ ইউনূস দেশটাকে মবের রাজত্ব বানিয়েছেন : প্রিন্স Sep 06, 2025
img
লন্ডনে বিবিসির সাবেক সদরদপ্তরে আগুন, কাজ করছে ১০০ দমকলকর্মী Sep 06, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ Sep 06, 2025
যে ৬ নারী প্রার্থী সামনে নিয়ে শিবির লড়বে জাহাঙ্গীরে! Sep 06, 2025
img
রেকর্ড নয় বরং ফ্রান্সের হয়ে ম্যাচ ও শিরোপা জিততে চান এমবাপ্পে Sep 06, 2025
আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক’ Sep 06, 2025
নির্বাচনের খেলা নয়, আ. লীগের ফেরার মিশন! Sep 06, 2025
আজকে যারা পুটিমাছের মতো লাফাচ্ছে তাদের বিচার অব্যশই হবে Sep 06, 2025
img
ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে হলে কোনো কর্মকর্তা বোনাস পাবেন না : গভর্নর Sep 06, 2025
img
কষ্ট করে আপনারা মিছিল করবেন না, হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে : মোস্তফা জামান Sep 06, 2025