রক্তের বদলে হলেও ষড়যন্ত্রকে ভেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো: আযম খান

গণতন্ত্রের লড়াইয়ে যদি রক্ত দিতে হয়, আরও রক্ত দেওয়া হবে, রক্তের বদলে হলেও সব ষড়যন্ত্রকে ভেদ করে এই দেশে গণতন্ত্র এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

তিনি বলেন, কোনো ষড়যন্ত্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। অনেক রক্ত বিএনপি দিয়েছে। ১৭ বছরে বিএনপির রক্ত রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ। বিএনপি রক্ত দিতে ভয় পায় না।

বিএনপি ভয়ে ছদ্মনামে অন্য দলে যায় না। বিএনপি রক্ত দেয়, নিজ পরিচয়ে থেকেই, শহীদ জিয়ার পরিচয় থেকেই, বিএনপির পরিচয় থেকেই রক্ত দেয়। রক্ত আরও দেবো আমরা, কিন্তু কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত করবো না।

আযম খান বলেন, এই দেশটা স্বাধীন করেছিলাম গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্যে, মানবাধিকারের জন্যে, আইনের শাসনের জন্যে। দেশটা আফগানিস্তান করার জন্য স্বাধীন করি নাই। কোনো জঙ্গীবাদের দেশে পরিণত করার জন্য স্বাধীন করি নাই।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।

আহমেদ আযম খান বলেন, গভীর ষড়যন্ত্র চলছে গণতন্ত্র প্রতিষ্ঠা যাতে না হয়। জনগণের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত না হয়, নির্বাচিত সরকার যাতে না আসতে পারে, সেজন্য কঠিন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের ভেতরে এবং বাহিরে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করছে পলায়নরত ফ্যাসিবাদী শক্তি ও একাত্তরের ওই পরাজিত শক্তি।

তিনি বলেন, লক্ষ্মীপুরের ৫৬ জন নেতা গুম খুনের শিকার হয়েছে। যারা গুম হয়ে গেছে আজ পর্যন্ত পরিবার আশায় রয়েছে তাদের সন্তান, স্বামী, পিতা, ভাই কবে ফিরে আসবে। ফিরে আসছে না। যুগ পার হয়ে যাচ্ছে ফিরে আসছে না। কবে এই গুম খুনের বিচার হবে, আমরা ন্যূনতম বিচারটি দেখে যাবো। যারা নিজেদেরকে আত্মাহুতি দিয়েছেন গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, আমাদের দল বিএনপি সরকার গঠন করবে। ওই ৫৬টি পরিবারের মুখে হাসি ফুটাবে। তারা বিএনপির দিকে তাকিয়ে আছে। সেজন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওই যড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন– বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৪ সালের সদর থানা বিভক্ত হয়ে চন্দ্রগঞ্জ থানা গঠিত হয়। ২০২২ সালে ২৯ অক্টোবর সদর (পূর্ব) উপজেলা বিএনপি থেকে বিভক্ত করে সম্মেলন ছাড়াই চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা বিএনপি।

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শেই বিশ্বশান্তি সম্ভব: ড. ইউনূস Sep 06, 2025
"ইশতিহার ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে জাবি ছাত্রদল" Sep 06, 2025
img
পিআরের দাবি অবাস্তব: খসরু Sep 06, 2025
img
পর্দায় প্রেমিকার অভিনয় দেখে আবেগপ্রবণ হৃতিক Sep 06, 2025
img
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করল ট্রাম্প! Sep 06, 2025
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এখনও ‘বেশ ইতিবাচক’ সম্পর্ক রয়েছে: মোদি Sep 06, 2025
img
ড. মুহাম্মদ ইউনূস দেশটাকে মবের রাজত্ব বানিয়েছেন : প্রিন্স Sep 06, 2025
img
লন্ডনে বিবিসির সাবেক সদরদপ্তরে আগুন, কাজ করছে ১০০ দমকলকর্মী Sep 06, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ Sep 06, 2025
যে ৬ নারী প্রার্থী সামনে নিয়ে শিবির লড়বে জাহাঙ্গীরে! Sep 06, 2025
img
রেকর্ড নয় বরং ফ্রান্সের হয়ে ম্যাচ ও শিরোপা জিততে চান এমবাপ্পে Sep 06, 2025
আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক’ Sep 06, 2025
নির্বাচনের খেলা নয়, আ. লীগের ফেরার মিশন! Sep 06, 2025
আজকে যারা পুটিমাছের মতো লাফাচ্ছে তাদের বিচার অব্যশই হবে Sep 06, 2025
img
ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে হলে কোনো কর্মকর্তা বোনাস পাবেন না : গভর্নর Sep 06, 2025
img
কষ্ট করে আপনারা মিছিল করবেন না, হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে : মোস্তফা জামান Sep 06, 2025
img
সালমান শাহ’র জনপ্রিয়তা দিন দিন বাড়ছে: অপূর্ব Sep 06, 2025
img
শেষ মুহূর্তে ইয়েমেনের নাটকীয় জয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ Sep 06, 2025
img
টাঙ্গাইলে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী Sep 06, 2025
img
ফের মার্কিন যুদ্ধজাহাজের আকাশসীমায় উড়লো ভেনেজুয়েলার যুদ্ধবিমান Sep 06, 2025