ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরাইলে দুটি রকেট হামলা হয়েছে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী রকেট হামলার খবর নিশ্চিত করেছে।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, রোববার (৭ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ ইসরাইলি গাজা উপত্যকা থেকে দুটি রকেট হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ।
টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, তারা দক্ষিণ ইসরাইলের নেটিভোট শহরে দুটি রকেট নিক্ষেপ করেছে।
হামলার তথ্য নিশ্চিত করে আইডিএফ জানিয়েছে, একটি রকেট প্রতিহত করা হয়েছে এবং দ্বিতীয়টি একটি খোলা জায়গায় আঘাত হেনেছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। শনিবার রাতভর একটি স্কুল, তাঁবু এবং একটি বাড়িতে হামলা চালিয়ে কমপক্ষে ১৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি। এছাড়া হামলায় আরও ১ লাখ ৬২ হাজার ৩৬৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ হাজারের বেশি শিশু।
ইএ/টিকে